শম্ভুনগর ঈদগা ময়দান পরিচালনা কমিটির সভাপতির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা সদরের শুম্ভুনগর ঈদগাহ ময়দান কমিটির সভাপতির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। গতকাল রোববার বিকেলে মহাম্মদজমা ডিএএসএস মাধ্যমিক বিদ্যালয় মাঠে গোলাম আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা অর্থ আত্মসাতের অভিযোগ উত্থাপন করে বলেন, ওই টাকার হিসেব চাওয়ার কারণেই গ্রামের বেশ কয়েকজনের বিরুদ্ধে হয়রানীমূলক মামলা দায়ের করেছেন সভাপতি।

গতকাল অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বর্তমান সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, আব্দুল মণ্ডল, আব্দুর ছাত্তার মণ্ডল, আমিনুদ্দীন বিশ্বাস, বারি সদ্দি মণ্ডল, বানাত আলী, সিরাজ মণ্ডল মদিন মণ্ডল, মহাম্মদ আলী, জলিল মণ্ডল, আক্তার বিশ্বাস, আক্কাচ বিশ্বাস প্রমুখ। বক্তারা বলেন বিগত ৫ বছরের সাবেক কমিটির রেখে যাওয়া ১২ হাজার টাকা, দু দফা গাছ বিক্রির ৫৫ হাজার টাকা, ঈদের নামাজ পড়ানো ১ লাখ ৬০ হাজার টাকা, দান হিসেবে ৩ গাড়ি ইট, চুয়াডাঙ্গার সাবেক মেয়রের প্রদত্ত ৩০ হাজার টাকা, সরকারি বিভিন্ন প্রকল্পের ৭ টন চাল যার অনুমানিক মুল্য ১ লাখ ৬১ হাজার টাকা, সিমেন্ট বাবদ গ্রাম থেকে তোলা ৫৫ হাজার টাকা, বিভিন্ন দান কৃত ৩৫ হাজার টাকা, সর্ব মোট ৫ লাখ ৭৫ হাজার টাকার হিসেবে নেই। ওই টাকা সভাপতি মাহবাবুর রহমান মোল্লা নিজেই আত্মসাত করে তা আড়াল করতেই গ্রামের বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছেন। ফলে গ্রামবাসী সুষ্ঠু তদন্তপূর্বক প্রকৃত দোষী ব্যক্তির শাস্তির দাবি জানাচ্ছে।