মেসির সাথে চুক্তি নবায়ন করছে বার্সা

 

মাথাভাঙ্গা মনিটর: কিছুদিন আগে স্প্যানিশ লা লিগা প্রেসিডেন্ট আশঙ্কা করেছিলেন যে লিগ ছাড়তে পারেন বর্তমান সময়ের অন্যতম বিশ্বসেরা ফুটবলার লিওনেল মেসি। মূলত মেসির কর ফাঁকি মামলায় জড়িয়ে পড়ায় এমনটা আশঙ্কা করেছিলেন তিনি।

তবে সব আশঙ্কা ছাপিয়ে মেসির চুক্তি নবায়ন করছে বার্সেলোনা। ন্যু ক্যাম্পে লিওনেল মেসির বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে ২০১৮ সালে। তবে আরও তিন বছরের চুক্তির মেয়াদ বাড়ানোর ইচ্ছা প্রকাশ করেছে কাতালান ক্লাব বার্সেলোনা।  এমনটিই জানিয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যম। কোপা আমেরিকার শতবর্ষী আসর শেষে জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দেয়া মেসি বর্তমানে ছুটি কাটাচ্ছেন। বার্সায় মেসির ভবিষ্যত নিয়ে এখনো অফিসিয়ালি কোনো ঘোষণা না আসলেও বিশ্বসেরা তারকা এ স্ট্রাইকারের সাথে খুব শিগগিরই চুক্তির মেয়াদ বাড়ানোর ইঙ্গিত দিয়েছে কাতালান ক্লাবটি। ইতোমধ্যেই ব্রাজিল তারকা নেইমারের সাথে চুক্তির মেয়াদ বাড়িয়েছে ক্লাবটি।

ক্লাবের টেকনিক্যাল সেক্রেটারি রবার্ট ফার্নান্দেজ জানান, বার্সায় আর্জেন্টাইন তারকা মেসি অন্তত পরবর্তী পাঁচ বছর খেলবেন। কিছু মানুষ বলছেন, সে হয়তো ক্লাব ছাড়বে। কিন্তু এটা সত্য নয়। নতুন প্রস্তাবের জন্য তার মধ্যে এখনো প্রচুর স্কিল রয়েছে এবং আরো কয়েক বছর সে ক্লাবের জন্য খুবই গুরুত্বপূর্ণ অংশ হয়ে থাকবে।