বিশ্ব টুকিটাকি : পদত্যাগ করতে হলো অরুণাচলে মুখ্যমন্ত্রীকে

পদত্যাগ করতে হলো অরুণাচলে মুখ্যমন্ত্রীকে

মাথাভাঙ্গা মনিটর: আস্থা ভোটের মাধ্যমে নিজের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের কয়েক ঘণ্টা আগেই পদত্যাগ করতে হলো ভারতের অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী নাবাম টুকিকে। তিনি এই ভোটের মুখোমুখি হতে অস্বীকৃতি জানিয়েছিলেন। কিন্তু রাজ্য গভর্নর তার সেই অনুরোধ প্রত্যাখ্যান করেন। তার জায়গায় পেমা খান্দুকে কংগ্রেসের নতুন নেতা হিসেবে নির্বাচন করা হয়েছে। দলের ভাইস প্রেসিডেন্ট রাহুল গান্ধীর ইচ্ছাতেই কৌশলগত কারণে এমনটি হয়েছে বলে একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। পেমা খান্দু (৩৬) সাবেক মুখ্যমন্ত্রী দর্জি খান্দুর পুত্র। এর আগে ২০১৪ সালে তিনি রাজ্যের পর্যটন ও পানি সম্পদ মন্ত্রী ছিলেন। কৌশলগত কারণে কংগ্রেসের পক্ষ থেকে এ উদ্যোগের কারণে তাকেই সরকার গঠন করতে বলা হয়েছে। তিনি বিধানসভার গ্রুপ-৩০ আইনপ্রণেতার সদস্য এবং টুকির নেতৃত্বের বিরোধী ছিলেন।

আলেপ্পোয় বিমান হামলায় ১৮ বেসামরিক নাগরিক নিহত

মাথাভাঙ্গা মনিটর: সিরিয়ার আলেপ্পো নগরীতে বিদ্রোহী অধিকৃত বিভিন্ন এলাকায় শনিবার বিমান হামলায় ১৮ বেসামরিক নাগরিক নিহত ও অনেকে আহত হয়েছে। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, মধ্যরাতের পর ওল্ড আলেপ্পোর বাব আল-নসর এলাকায় বিমান হামলায় ১১ জন বেসামরিক নাগরিক নিহত হয় যার মধ্যে চার শিশু রয়েছে। এছাড়া পার্শ্ববর্তী ফেরদৌস এলাকায় বিমান হামলায় অপর ৭ জন নিহত হয়। এদের মধ্যেও এক শিশু রয়েছে। ব্রিটেন ভিত্তিক এ পর্যবেক্ষণ সংস্থা জানায়, এ হামলায় আহত অনেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। বিদ্রোহী নিয়ন্ত্রিত বিভিন্ন এলাকার ওপর দিয়ে এখনো হেলিকপ্টার ও যুদ্ধবিমানকে চক্কর দিতে দেখা যাচ্ছে। পর্যবেক্ষণ সংস্থা জানায়, বিদ্রোহী যোদ্ধারাও আলেপ্পোর সরকার নিয়ন্ত্রিত এলাকায় গোলা বর্ষণ করে। তবে এতে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

ফ্রান্সে হামলার ঘটনায় আইএসের দায় স্বীকার

মাথাভাঙ্গা মনিটর: রান্সের নিস শহরে ট্রাক সন্ত্রাসী হামলার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)।  সংগঠনটির সংবাদ সংস্থা  আমাক এই তথ্য জানিয়েছে। আইএসের নিরাপত্তাসূত্রের বরাত দিয়ে আমাক জানিয়েছে, তাদের সৈন্যদের একজন বৃহস্পতিবার হামলা চালিয়েছে। আইএসের বিরুদ্ধে যেসব দেশ জোট করে হামলা চালাচ্ছে তার জবাব স্বরূপ এই হামলা চালানো হয়েছে। বৃহস্পতিবার ফ্রান্সের নিসে বাস্তিল দুর্গ পতনের উদযাপনের দিন রাস্তায় ট্রাক সন্ত্রাস হামলায় ৮৪ জন নিহত হয়েছেন। এই ঘটনায় কয়েকশো মানুষ আহত হয়েছেন।

ভাইয়ের হাতে পাকিস্তানি মডেল খুন

মাথাভাঙ্গা মনিটর: পাকিস্তানের সামাজিক যোগাযোগ মাধ্যমের জনপ্রিয় তারকা কান্দেল বালোচ তার ভাইয়ের হাতে খুন হয়েছেন। শনিবার আঞ্চলিক পুলিশ কর্মকর্তা সুলতান আজম এই তথ্য জানিয়েছেন।  ফেসবুকে খোলামেলা ভিডিও ও বিবৃতির জন্য বেশ আলোচিত ছিলেন ২৬ বছর বয়সী কান্দেল। এসব পোস্ট বন্ধ করার জন্য নানা সময় কান্দেলকে হুমকি দিয়ে আসছিলেন তার ভাই। কান্দেলকে হত্যা করার পর ফৌজিয়া আজিম পালিয়ে গেছেন। মুলতানের জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা সুলতান আজম বলেছেন, কান্দেলকে তার ভাই ছুরিকাঘাত করে হত্যা করেছে। দেখে মেনে হচ্ছে এটি অনার কিলিং। এর আগে টিভি চ্যানেলগুলোর প্রতিবেদনে বলা হয়েছিলো, কান্দেলকে তার ভাই গুলি করেছে। কিন্তু পুলিশ এখন নিশ্চিত হয়েছে মুলতানের বাসায় কান্দেল তার ভাইয়ের ছুরিকাঘাতে খুন হয়েছেন। কান্দেল এক সপ্তাহ ধরে মুলতানে ছিলেন। বাবার অসুস্থতার খবর শুনে সেখানে গিয়েছিলেন তিনি। পরিবারের সাথে একসাথে ঈদ করেছেন কান্দেল। তার ভাই রাতে তাকে ছুরিকাঘাত করে। এ সময় কান্দেল ঘুমাচ্ছিলেন।

Leave a comment