গাংনীতে গাঁজাসেবীর তিন মাসের কারাদণ্ড

 

গাংনী প্রতিনিধি: গাঁজা সেবনের দায়ে সেন্টু মিয়া (২৪) নামের গাঁজাসেবীকে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার দুপুরে মেহেরপুর গাংনী সহকারী কমিশনার (ভূমি) এসএম জামাল আহম্মেদ ওই দণ্ডাদেশ দেন। দণ্ডিত সেন্টু মিয়া গাংনী উপজেলার হোগলবাড়িয়া গ্রামের আনছার আলীর ছেলে।

ভ্রম্যমাণ আদালতসূত্রে জানা গেছে, ভ্রাম্যমাণ আদালতে গাঁজা সেবনের অপরাধ স্বীকার করে সেন্টু। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে দোষী সাব্যস্ত করে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এর আগে শনিবার সকালে বামন্দী-নিশিপুর মাধ্যমিক বিদ্যালয়ের পাশে গাঁজা সেবনকালে পাঁচ গ্রাম গাঁজাসহ তাকে গ্রেফতার করেন বামন্দী পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই রেজা। ভ্রাম্যমাণ আদালতের আদেশে গতকালই সেন্টুকে মেহেরপুর জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানান এসআই রেজা।