২১ জুলাইয়ের মধ্যে জেলা-উপজেলা ও পৌর কমিটি গঠনের সিদ্ধান্ত

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় ১৪ দলীয়  সন্ত্রাস ও উগ্র জঙ্গিবাদ প্রতিরোধে নাগরিক কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ৫টায় চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জাতীয় সংসদের হুইপ চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি।

দলীয়ভাবে জানানো হয়েছে, উগ্র জঙ্গিবাদ ও সন্ত্রাস প্রতিরোধে বিস্তারিত আলোচনা শেষে আগামী ২১ জুলাইয়ের মধ্যে জেলা, উপজেলা ও পৌরসভা পর্যায়ে উগ্র জঙ্গিবাদ ও সস্ত্রাস প্রতিরোধ কমিটি গঠন করতে হবে। সভাপতির দিক নির্দেশনায় উপস্থিত সকলের সম্মতিতে কমিটি গঠনের দিনক্ষণ নির্ধারণ করা হয়। লিখিত এ সময়সূচি ঘোষণা করেন সন্ত্রাস ও উগ্র জঙ্গিবাদ প্রতিরোধে ১৪ দলীয় নাগরিক কমিটির সমন্বয়কারী চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজাদুল ইসলাম আজাদ। ঘোষিত আল্টিমেটাম অনুযায়ী আগামী ১৭ জুলাই বিকেল ৪টায় দামুড়হুদা উপজেলা কমিটি, ১৭ জুলাই সকাল ১০টায় আলমডাঙ্গা উপজেলা ও পৌরকমিটি, ১৮ জুলাই সোমবার বেলা ১১টায় জীবননগর উপজেলা কমিটি, ১৯ জুলাই বিকেল ৪টায় চুয়াডাঙ্গা সদর উপজেলা কমিটি, ২০ জুলাই বিকেল ৪টায় চুয়াডাঙ্গা পৌর কমিটি ও ২১ জুলাই বৃহস্পতিবার চুয়াডাঙ্গা জেলা কমিটি গঠন করা হবে।  সভায় ১৪ দলীয় শরিকের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জাসদের সভাপতি (ইনু) এম সবেদ আলী, সাধারণ সম্পাদক অ্যাড. আকসিজুল ইসলাম রতন, ওয়ার্কার্স পাটির সভাপতি শেখ সিরাজুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আসাদুল হক বিশ্বাস, খুসতার জামিল, যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, অ্যাড. মহ. শামশুজ্জোহা, সাংগঠনিক সম্পাদক মুন্সী আলমগীর হান্নান, মাসুদউজ্জামান লিটু, অ্যাড. আবদুল মালেক, ৪ উপজেলা আওয়ামী লীগ ও পৌর আওয়ামী লীগ সভাপতি-সাধারণ সম্পাদকসহ  জেলা আওয়ামী লীগের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ।

 

 

Leave a comment