হামলা হতে পারে ফ্রান্স অলিম্পিক দলের ওপর

 

মাথাভাঙ্গা মনিটর: ব্রাজিল অলিম্পিক গেমসে ফরাসি দলের ওপর হামলা হতে পারে বলে জানিয়েছে ফ্রান্সের সামরিক বাহিনী। দ্য ডাইরেক্টটরেট অব মিলিটারি ইনটেলিজেন্সের (ডিআরএম) প্রধান জেনারেল ক্রিসটোফি গোমার্ট জানান সন্ত্রাসীদের হামলার তথ্য ইতোমধ্যেই ব্রাজিলকে জানানো হয়েছে। গত বছরের নভেম্বর এবং জানুয়ারিতে প্যারিসে সন্ত্রাসী হামলা হয়েছে। ওই হামলায় ১৪৭ জন মানুষ মারা যায়। তাই আসন্ন রিও অলিম্পিকেও সন্ত্রাসী হামলা হতে পারে এমন তথ্য আছে ফ্রান্সের সামরিক গোয়েন্দা সংস্থার কাছে।

অন্যদিকে ব্রাজিলের নিরাপত্তা দল, প্রাতিষ্ঠানিক নিরাপত্তা কেবিনেট (যারা বিভিন্ন তথ্য দিয়ে দেশকে সেবা দিয়ে থাকে) বলছে, সন্ত্রাসী হামলার ব্যাপারে ফ্রান্সের কাছ থেকে তারা কোন তথ্য এখনো পায়নি। একটি সাক্ষাতকারে ব্রাজিল নিরাপত্তা দলের এক মুখপাত্র বলেন, আমরা এ ব্যাপারে কোন তথ্য পায়নি এবং ব্রাজিলিয়ান ইনটেলিজেন্স এজেন্সি (এবিআএন) অফিসিয়ালি কোন তথ্য পায়নি। চলতি মাসেই ব্রাজিলের বিচারবিভাগের মন্ত্রী আলেক্সজান্দ্রে মোরায়েস জানান, ‘রিও ডি জেনিরোতে অলিম্পিক চলাকালীন জিহাদিদের আক্রমণ হওয়ার আশঙ্কা রয়েছে, আবার না হবার সম্ভাবনাও রয়েছে।’  আসন্ন অলিম্পিকে ৮৫ হাজার সদস্য নিরাপত্তার দায়িত্বে থাকবেন। এরমধ্যে ৪৭ হাজার পুলিশ ও ৩৮ হাজার সৈনিক রয়েছে। নিরাপত্তারক্ষীরা ১০ হাজার ৫শ অ্যাথলেট, অফিসিয়াল, সাংবাদিক ও দর্শনার্থীদের নিরাপত্তা দিবে। আগামী ৫ আগস্ট শুরু হবে রিও অলিম্পিক। শেষ হবে ২১ আগস্ট।