জঙ্গি ইস্যুতে শিক্ষক শিক্ষার্থীদের সাথে বৈঠক করবে পুলিশ

স্টাফ রিপোর্টার: জঙ্গি ইস্যুতে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্র শিক্ষকদের সাথে বৈঠকে বসবে পুলিশ। পুলিশ সদর দফতরের আয়োজনে আগামী ১৭ জুলাই রোববার  রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ্ধ ইনষ্টিটিউট মিলানায়তে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

বৈঠকে উপস্থিত থাকবেন সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভিসি, শিক্ষক প্রতিনিধি, ছাত্র প্রতিনিধি, শিক্ষামন্ত্রী  নুরুল ইসলাম নাহিদ ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সভাপত্বি করবেন পুলিশের মহাপরির্দশক একেএম শহীদুল হক। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান।

তিনি জানান, সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ বৈঠক অনুষ্ঠিত হবে। এ ব্যাপারে প্রয়োজনীয় প্রস্তুতি নেয়া হয়েছে। অপরদিকে একই মিলানায়তনে আগামী ২১ জুলাই বৃহস্পতিবার সন্ত্রাসের বিরুদ্ধে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শান্তি সমাবেশের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি থাকবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি। সভাপতিত্ব করবেন উপাচার্য অধ্যাপক ড. হারুন-অর-রশিদ। জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়।