চুয়াডাঙ্গা জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে ৪র্থ শ্রেণির কর্মচারী নিয়োগ জালিয়াতির অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কর্মকতার পরিদর্শন

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে ৪র্থ শ্রেণির কর্মচারী নিয়োগ জালিয়াতির অভিযোগের প্রেক্ষিতে বিষয়টি তদন্ত করেছেন খুলনা বিভাগীয় পরিচালক (যুগ্মসচিব) ব্রজ গোপাল ভৌমিক। গত বুধবার তিনি বিষয়টি তদন্তে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শন করেন। এ সময় অভিযোগকারী চুয়াডাঙ্গা জেলা সদরের বোয়ালমারী গ্রামের জসিম উদ্দিনের স্ত্রী আরজিনা খাতুন তার লিখিত অভিযোগ পেশ করেন। তবে তাৎক্ষণিকভাবে তদন্তের ব্যাপারে কিছু না জানা গেলেও কিছু দিনের মধ্যে তা লিখিতভাবে জানানো হবে বলে জানান অভিযোগকারী আরজিনা খাতুন।

উল্লেখ্য, গত ৮ জুন খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে নিয়োগে জালিয়াতির বিষয়ে লিখিত অভিযোগ দাখিল করেন আরজিনা খাতুন। পরে তা তদন্তের জন্য পরিবার পরিকল্পনা খুলনা বিভাগীয় পরিচালক (যুগ্ম সচিব) ব্রজ গোপাল ভৌমিকে দায়িত্ব দেয়া হয়। এরই প্রেক্ষিতে তিনি চুয়াডাঙ্গা পরিবার পরিকল্পনা কার্যালয়ে তদন্তে যান বলে জানা গেছে।