জীবননগর রায়পুর স্কুলে সিনিয়র শিক্ষকদের ডিঙিয়ে জুনিয়র শিক্ষককে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পদে বসানোর অভিযোগ

 

জীবননগর ব্যুরো: জীবননগর উপহেলার রায়পুর মাধ্যমিক বিদ্যালয়ে নিয়ম বহির্ভূতভাবে প্রধান শিক্ষক পদে দায়িত্ব অর্পণের অভিযোগ পাওয়া গেছে। তিন-চার জন সিনিয়র শিক্ষককে পাশ কাটিয়ে বিদ্যালয়ের কৃষি বিষয়ক জুনিয়র শিক্ষক আনোয়ার হোসেনকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক করায় শিক্ষকদের মাঝে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিদ্যালয়ের এক সহকারী শিক্ষক জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে জানা গেছে, জীবননগর উপজেলার রায়পুর ম্যাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হান্নান শাহ চলতি বছরের ২ জুন অবসার গ্রহণ করেন। শূন্যপদে একই বিদ্যালয় হতে জৈষ্ঠ্যতার ভিত্তিতে তার স্থলে একজন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিয়োগ করার কথা। ২০১১-২০১২ সালের শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্র অনুযায়ী জৈষ্ঠ্য শিক্ষকদের মধ্য থেকে ক্রমানুসারে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্বভার পাওয়ার বিধান রয়েছে। কিন্তু একই বিদ্যালয়ে ৩/৪ জন সিনিয়র শিক্ষককে অতিক্রম করে ওই বিদ্যালয়ের কৃষি শিক্ষক আনোয়ার হোসেনকে বিধি বহির্ভূতভাবে প্রধান শিক্ষকের দায়িত্বভার অর্পণ করা হয়েছে। এ ঘটনায় বিদ্যালয়টিতে চেন অব কমান্ড ভেঙে পড়েছে। শিক্ষকদের মধ্যে শুরু হয়েছে সমালোচনা। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে।