চুয়াডাঙ্গা বেলগাছির রেলশ্রমিক মুরশিদ নওয়াপাড়ায় ট্রেনে কাটা পড়ে নিহত

 

স্টাফ রিপোর্টার: ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছেন চুয়াডাঙ্গা বেলগাছির দরিদ্র রেলশ্রমিক মুরশিদুল হক। তিনি রেললাইনের পাশের পাথর সরানোর সময় ট্রেনে কাটা পড়ে মারা যান। গতকাল মঙ্গলবার তার কর্মস্থল নওয়াপাড়া রেলস্টেশনের দক্ষিণ গেটে এ দুর্ঘটনা ঘটে। মুরশিদুলের লাশ গতরাতে বেলগগাছি গ্রামে দাফন করা হয়েছে।

জানা গেছে, চুয়াডাঙ্গা পৌর এলাকার বেলগাছি মাদরাসাপাড়ার মৃত আজিজুল বিশ্বাসের ছেলে মুরশিদুল হক ওরফে মুরশিদ বছর তিনেক আগে মাস্টাররোলে রেলবিভাগে চাকরি নেন। গেটম্যান হিসেবে তিনি যশোরের নওয়াপাড়ায় কর্মরত ছিলেন। চাকরির টাকায় তার সংসার চলতো না। এ কারণে তার বাইরেও তিনি অন্যান্য কাজ করতেন। গতকাল মঙ্গলবার নওয়াপাড়া রেলস্টেশনের অদূরে শ্মশানঘাট এলাকায় অন্য শ্রমিকদের সাথে তিনি পাথর সরানোর কাজ করছিলেন। এ সময় খুলনা থেকে ছেড়ে আসা মালবাহী একটি ট্রেন আসতে দেখে শ্রমিকরা লাইন সংলগ্ন বড় পাথরের স্তূপের ওপর বসে পড়েন। ট্রেন চলার ঝাঁকুনিতে এ সময় বিপত্তি ঘটে। মুরশিদ পাথরের ওপর থেকে পড়ে যান। এ সময় ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তিনি নিহত হন। তার লাশ তিন টুকরো হয়ে যায়। সন্ধ্যা ৬টায় ঈদ স্পেশাল ট্রেনযোগে মুরশিদের লাশ চুয়াডাঙ্গায় নিয়ে আসা হয়। পারিবারিক জীবনে দরিদ্র মুরশিদ ছিলেন দুই সন্তানের জনক। স্ত্রী সাহেরা খাতুন জানান, আমার একমাত্র অবলম্বন ছিলেন আমার স্বামী। তার অনুপস্থিতিতে আমাদের এখন না খেয়ে মরতে হবে। এ সময় সেখানে উপস্থিত চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু পরিবারকে সান্ত্বনা দেন। মুরশিদের পরিবর্তে সাহেরা বেগমকে রেলে কোনো চাকরি জুটিয়ে দেয়া যায় কি না সে জন্য তিনি রেলের ঊর্ধ্বতন কর্তপক্ষের সাথে কথা বলবেন বলে আশ্বাস দেন।