ডাকাত সন্দেহে আলমডাঙ্গার পাইকপাড়ার সাদ আহমেদ আটক

 

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা-কুষ্টিয়া সড়কে গাছ ফেলে একের পর এক সশস্ত্র ডাকাতির ঘটনায় সন্দেহমূলকভাবে পাইকপাড়ার সাদ আহমেদকে পুলিশ আটক করেছে। গতকাল সোমবার বিকেলে পাইকপাড়া ফাঁড়ি পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে। সাদ আহমেদ ইতঃপূর্বে সিরাজ বাহিনীর সক্রিয় সদস্য ছিলো বলে পুলিশ জানায়।

জানা গেছে, আলমডাঙ্গা-কুষ্টিয়া সড়কে গাছ ফেলে মুখোশধারী হাফপ্যান্ট বাহিনী একের পর এক ডাকাতি করে চলেছে। ডাকাতরা অস্ত্রসহ বোমা হামলা করে সড়কটিতে আতঙ্ক ছড়িয়েছে। থানায় নবনিযুক্ত ওসি আকরাম হোসেন ডাকাত নির্মূলের ঘোষণা দেয়ার পরপরই পাইকপাড়া গ্রামের মৃত মোজাহার আলীর ছেলে সাদ আহমেদকে সন্দেহভাজন হিসেবে আটক করে। পুলিশের ধারণা সাদ আহমেদ আলমডাঙ্গা-কুষ্টিয়া সড়কে সংগঠিত বিভিন্ন সময়ে ডাকাতির ঘটনায় জড়িত থেকে থাকতে পারে।

থানার নির্দেশ পেয়ে গতকাল বিকেলে পাইকপাড়া পুলিশ ক্যাম্পের আইসি শ্যামল কান্তি গ্রামের একটি তাস খেলার আখড়া থেকে সাদ আহমেদকে আটক করেন। তবে পাইকপাড়া গ্রামের কেউ কেউ জানিয়েছেন, সাদ আহমেদ সিরাজ বাহিনীর সদস্য থেকে থাকলেও এখন তিনি স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন।