মেহেরপুর কলাইডাঙ্গায় মা-বাবার ওপর অভিমান করে ছেলের আত্মহত্যা

 

বারাদী প্রতিনিধি: মা-বাবার ভৎর্সনা সইতে না পেরে বাড়ির পেছনের একটি কাঁঠাল গাছে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে মিঠু (২০) নামের এক যুবক। ঘটনাটি ঘটেছে শুক্রবার দিনগত রাতে মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের কলাইডাঙ্গা গ্রামের মাঠপাড়ায়। শনিবার সকালে গাছ থেকে তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মিন্টু ওই গ্রামের আব্দুর রফিকের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী জানায়- প্রায় একমাস আগে মিন্টু তার আলমসাধু নিয়ে পাবনায় যাওয়ার পথে কুষ্টিয়ার মিরপুর এলাকায় ছিনতাইকারীর কবলে পড়ে। ছিনতাইকারীদের হাত থেকে জীবন নিয়ে ফিরে এলেও আলমসাধুটি খোয়াতে হয় তাকে। বেকার হয়ে পড়ে সে। আলমসাধুটি ছিলো এনজিও থেকে ঋণ নেয়া টাকায় কেনা। শুক্রবার রাতে ওই ঋণের কিস্তি পরিশোধ করা নিয়ে তার বাবা-মা তাকে ভৎর্সনা করেন। এতে অভিমানী মিঠু রাতের কোনো এক সময় বাড়ি থেকে বের হয়ে রাস্তার পাশের একটি কাঁঠালগাছে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে। সকালে স্থানীয় তার লাশ গাছ থেকে নামিয়ে পুলিশে খবর দেয়। কোনো অভিযোগ না থাকায় প্রশাসনের অনুমতিতে গতকাল দুপুরের জানাজা শেষে গ্রাম্য কবরস্তানে তার লাশ দাফন করা হয়েছে।