জীবননগরের বকুণ্ডিয়ায় শিশুদের পটকা ফোটানো নিয়ে ৫ জনকে কুপিয়ে জখম

 

জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার বকুণ্ডিয়া গ্রামে ঈদের আনন্দে বাচ্চাদের আতশবাজি ফুটানোকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ হামলায় পিতা-পুত্রসহ একই পরিবারের ৫ জনকে কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করা হয়েছে। আহত সকলকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এর মধ্যে ইকরামুলের আবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে যশোর হাসপাতালে রেফার করা হয়েছে। ঈদের রাতে এ হামলার ঘটনা ঘটে।

অভিযোগে জানা যায়, বকুণ্ডিয়া গ্রামের জাহিদের ছেলে আলী আহাম্মদসহ (১২) কয়েকজন বাচ্চা ঈদের আনন্দে আতশবাজি ফুটাচ্ছিলো। আতশবাজি ফুটানোকে কেন্দ্র করে সহপাঠি পচার ছেলের শামীমের সাথে আলী আহাম্মাদের মারামারির ঘটনা ঘটে। খবর পেয়ে আলী আহাম্মদের পিতা জাহিদ সেখানে উপস্থিত হয়ে দু জনকে চড় মেরে বাড়ি পাঠিয়ে দেন। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে সিরাজুল ইসলামের ছেলে বাবুল, পচার ছেলে সাইফুল ও আশরাফুল এবং আব্দুস সামাদের ছেলে কাজল হামলা চালিয়ে জাহিদকে কুপিয়ে জখম করে তার ছেলে আলী আহাম্মদকে বাবুলের বাড়িতে তুলে নিয়ে নির্যাতন শুরু করে। ছেলেকে উদ্ধার করতে গেলে তারা জাহিদ, রেজাউলের ছেলে ইকরামুল, ইঊছুফের ছেলে সুমন, টুকুর দু ছেলে ইকবাল ও ইমরানকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে। আহতদের উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এর মধ্যে ইকরামুলের অবস্থায় সংকটাপন্ন হওয়ায় তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে রেফার করা হয়েছে। এ ঘটনায় গ্রামটিতে উভয় পরিবারের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।