ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক আস্-সালাম

 

আজ শাওয়ালের চাঁদ দেখা গেলে আগামীকাল ঈদ। দীর্ঘ এক মাস সংযম সাধনার মাধ্যমে আল্লাহ-ভীতি বা তাকওয়া অর্জন ও আত্মশুদ্ধির যে তাগিদ অনুভব করেন মুসলিম জাহানের ইমানদারগণ, ঈদুল ফিতর তার পূর্ণতার সুসংবাদ। ইসলামী দৃষ্টিতে ঈদ ওয়াজিব। কিন্তু মুসলিম উম্মাহর শ্রেষ্ঠ উৎব ঈদ বৈশিষ্ট্যে ও তাত্পর্যে অনন্য সাধারণ।

পশ্চিম আকাশে শাওয়ালের চাঁদের উদ্ভাস তাই মুসলিম জাহানের ঘরে-ঘরে নিয়ে আসে উত্সবের বারতা। বিশ্বনবী হযরত মুহাম্মদ (স.)-এর ঘোষণা অনুযায়ী এদিন রোজাদারগণ মাসুম শিশুর ন্যায় নিষ্পাপ হয়ে যান। একজন সিয়াম সাধকের কাছে তিনটি মুহূর্ত অতীব গুরুত্বপূর্ণ, তা হলো ইফতার, ঈদুল ফিতর ও মহান আল্লাহ তায়ালার দিদার লাভের সময়। রমজানে মাসব্যাপী সিয়াম সাধনার পর ঈদের আনন্দ ধনী-দরিদ্র নির্বিশেষে সকলের জন্য। পবিত্র এই দিনটি সামাজিক মিলনের জন্য নির্ধারিত হওয়ায় এই দিনে উপবাস ব্রত হারাম বা নিষিদ্ধ করা হয়েছে। আইয়ামে জাহিলিয়াত বা ইসলাম-পূর্ব অজ্ঞানতার অন্ধকার যুগে আরবে নানা প্রকার উত্সব জনপ্রিয় ছিলো। মহানবী হযরত মুহাম্মদ (স.) মক্কা থেকে মদিনায় হিজরত করে দেখতে পান, ওই জাতীয় উত্সবে আবালবৃদ্ধবনিতা নানা ধরনের স্থূল ও অর্থহীন ক্রীড়া ও উত্সবে মেতে ওঠেছে। মহানবী (স.) তখন থেকে তাদের উদ্দেশ্যহীন আনন্দ-উত্সবের সেই প্রাচীন ধারার পরিবর্তে মুসলিম জাতির জন্য আত্মশুদ্ধির পবিত্র স্পর্শময় ও কল্যাণে পরিপূর্ণ বছরে দুটি ঈদ উত্সব প্রবর্তন করেন। এর মধ্যদিয়ে রচিত হলো সামাজিক সম্প্রীতি ও বন্ধনের এক প্রীতিস্নিগ্ধ সোপান। নবী (স.) বলেছেন, লিকুল্লি ক্কওমিন ঈদ, হা-যা ঈদুনা। অর্থাৎ প্রত্যেক জাতির বার্ষিক আনন্দ-ফুর্তির দিন আছে। ঈদের দিনটি হলো আমাদের জন্য সেই উত্সবের দিন। এভাবে হিজরি দ্বিতীয়বর্ষে ঈদের শুভ প্রচলন শুরু হয়।

ঈদ আনন্দ উদযাপনের পাশাপাশি মানবজাতির মধ্যে দীর্ঘস্থায়ী সৌহার্দ্য-ভ্রাতৃত্ববোধ, সামাজিক সম্প্রীতি, সাম্যচেতনা ও মহামিলনের বার্তা নিয়ে আসে বিশ্বজনের দ্বারপ্রান্তে। এদিনে মসজিদ-ঈদগায় ঈদের নামাজে লাখ লাখ মুসলিমের সমাগম ঘটে। সকলে কাতারবন্দী হয়ে সালাত আদায় করেন। সালাম সমাপন শেষে একে অপরকে বুকে জড়িয়ে নেন। কে ধনী, কে নির্ধন, কে পরিচিত, কে অপরিচিত- এর বাছবিচার প্রশ্রয় পায় না মোমিনের কাছে। ভেদাভেদ, মনোমালিন্য, ঈর্ষা-বিদ্বেষ ও সংকীর্ণ হীন স্বার্থের গ্লানি হতে মুক্ত হয় তাদের মন। এটাই ঈদের শাশ্বত কল্যাণ দর্শন। জাকাত দেয়ার যে চেতনা ও মর্মবাণী, তাও সেবাধর্মেরই মর্মবাণী। ইসলামে জাকাত দানের বাধ্যবাধকতা উন্মুক্ত করে দেয় দারিদ্র্য জয়ের পথ। মানবিক এই দায়িত্বভারের কথা স্মরণ করিয়ে দিতেই বছরান্তে ঘুরে ঈদুল ফিতর। লোভ-লালসা, হিংসা-বিদ্বেষ, পরশ্রীকাতরতা, ঝগড়া-বিবাদ ও সকল প্রকার অন্যায় অপকর্ম থেকে বিরত থেকে পরম আত্মিক আনন্দ অর্জন করার মধ্যেই ঈদের শিক্ষা লুকাইতো। এবার পবিত্র রমজান মাসে ঈদের কয়েক দিন আগে রাজধানী গুলশানের একটি রেস্তোরাঁয় নৃশংস হামলার ঘটনা ঘটে। অবাক হলেও সত্য যে, হামলাকারীরা ইসলামের নামে ইসলামের বুকেই আঘাত করেছে। জাতীয়ভাবে দু দিনের শোক পালনের পর আমাদের সামনে পবিত্র ঈদুল ফিতর।

অবশ্যই মোমিনদের কাছে রমজান ও ঈদুল ফিতরের গুরুত্ব যেমন, তেমনি বাকি এগারো মাস তথা, প্রতিটি দিন-রাত ও মুহূর্তই মানবিকতার সুমহান আদর্শে উজ্জীবিত। আমাদের প্রত্যেকের অন্তরে এই মহান চেতনা জাগ্রত রাখতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সহায় হোন। মুসলিম জাহানে সবচেয়ে বড় খুশির এই পবিত্র দিনটি সকলের জন্যই আনন্দদায়ক হোক। সকলকে শুভেচ্ছা। ঈদ মোবারক।

Leave a comment