চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া ইফতার মাহফিল অনুষ্ঠিত

 

মাথাভাঙ্গা ডেস্ক: চুয়াডাঙ্গা ও কুষ্টিয়ায় বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার পিতা মরহুম লুৎফর রহমান চৌধুরী ও পিতামহ দাদা-দাদী ও নানা-নানীর রুহের মাগফেরাত এবং দোয়া কামনা করে চুয়াডাঙ্গা সরকারি শিশুসদনের অনাথ শিশুদের সাথে ইফতার করলেন ও তাদের ইফতারি করালেন চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু। গতকাল সোমবার সন্ধ্যায় একান্তে কয়েকজনকে সাথে নিয়ে অনাথ শিশুদের সাথে ইফতার করেন। ইফতার ও দোয়া মাহফিল পরিচালনা করেন এতিমখানা জামে মসজিদের ইমাম হাফেজ আ: সালাম। ইফতার মাহফিলে শামিল হন সরকারি শিশু সদনের তত্ত্বাবধায়ক নাসির উদ্দিন, সহকারী তত্ত্বাবধায়ক ইলিয়াস হোসেন, এতিমখানা জামে মসজিদ পরিচালনা পর্ষদের সভাপতি রেজাউল হক জোয়ার্দ্দার, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ জোয়ার্দ্দার, চুয়াডাঙ্গা পৌরসভার প্রধান হিসাব রক্ষক আবু বকর সিদ্দিক, এতিমখানার পরিচালনা পর্ষদ সদস্য রাশেদুল ইসলাম জোয়ার্দ্দার, আব্দুর রহমান জোয়ার্দ্দারসহ এতিম শিশুরা। উল্লেখ্য চুয়াডাঙ্গা পৌর মেয়র এতিম শিশুদের সাথে একান্তে তাদের সুখ-দু:খের কথা শোনেন। এ সময় এতিম শিশুরা মেয়রকে কাছে পেয়ে আপন জনের মতো কথোপকথন করতে থাকে। ইফতারি শেষে মেয়র এতিমখানা জামে মসজিদে নামাজ আদায় করেন এবং মসজিদের উন্নয়নে সহায়তা প্রদানের আশ্বাস দেন।

চুয়াডাঙ্গায় ২০০৯ সালের এসএসসি ব্যাচের আয়োজনে ইফতার মাহফিল ও পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। ব্যাচের আয়োজনে ৫ম বারের মতো অনুষ্ঠিত হয় এ ইফতার মাহফিল। গতকাল সোমবার চুয়াডাঙ্গা জেলা শিল্পকলা একাডেমিতে এ অনুষ্ঠানের আয়োজন করে ২০০৯ সালের এসএসসি ব্যাচ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জাকির হোসাইন জ্যাকি, ইসমাইল, হৃদয়, আনন্দ, রাকিব, পলাশ, শাওন, সাধ, ইসতিয়াক, প্রেমেল, রাসেল, মামুন, আবীর, শাকিল, পাভেল, আকিব, সৌরভ, ইমরান, অন্তু, পারভেজ, নাজমুল, রবিউল, ফয়সাল, বাপ্পি, মশিকুর, তুষার, সজল, কামরুল, শুভ, ফেরদৌস, সেতু, হাসিব, আরেফিন, তপু, রাতুল, মেহেদী, হাসান, তরিকুল, ফার্সি, আশিকুল ইসলাম সোপান প্রমুখ।

আলমডাঙ্গা ব্যুরো জানিয়েছে, আলমডাঙ্গা পৌর জাতীয় পার্টির উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। ৩ জুলাই কলেজপাড়ায় আলমডাঙ্গা পৌর জাতীয় পার্টির সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী আতিয়ার রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা জাতীয় পার্টির সভাপতি অ্যাড. সোহরাব হোসেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আলমডাঙ্গায় জাতীয় পার্টি কাধে কাধ মিলিয়ে একত্রিত হয়ে এবং পল্লী বন্ধু হোসাইন মোহাম্মদ এরশাদের হাতকে শক্তিশালী করার জন্য উদ্যাত্ব আহ্বান জানাচ্ছি। বিশেষ অতিথি ছিলেন ইতালিয়ান প্রবাসী জাতীয় পার্টির আহ্বায়ক আয়ুব হোসেন, জেলা জাতীয় পার্টির সহসভাপতি শহিদুল ইসলাম, জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ হোসে রেন্টু, জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, জেলা জাতীয় পার্টির শিক্ষা বিষয়ক সম্পাদক আয়ুব আলী মাস্টার। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুর রশীদ, পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এম আলম, সাংগঠনিক সম্পাদক বিশিষ্টি ব্যবসায়ী হাসানুজ্জামান হাসান, সহসভাপতি হেলাল উদ্দিন, আনছার আলী প্রমুখ।

দামুড়হুদা প্রতিনিধি জানিয়েছেন, দামুড়হুদায় ড্রীমসেন্টার লাইব্রেরির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে দামুড়হুদা দশমীপাড়াস্থ হাজি বদর উদ্দীনের বাসভবনে অনুষ্ঠিত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন নতিপোতা ইউপি চেয়ারম্যান আজিজুল হক আজিজ, দামুড়হুদা পাইলট গালর্স স্কুল অ্যান্ড কলেজের সভাপতি ইসমাইল হোসেন, ড্রীমসেন্টার লাইব্রেরির সভাপতি হাজি বদর উদ্দীন, সহসভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক এখলাছ উদ্দীন সুজন, কোষাধ্যক্ষ এমরাজ উদ্দীন খোকন, আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজের ক্রীড়া শিক্ষক বশীর আহমেদ, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা কায়জার আলী পল্টু, উপসহকারী কৃষি কর্মকর্তা জালাল উদ্দীন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাজু আহম্মেদ রিংকু, সাংবাদিক বখতিয়ার হোসেন বকুল, তাছির আহমেদ, আব্দুস সালাম, হাফিজুর রহমান কাজল, আ.লীগ নেতা আমজাদ হোসেন, আ. কুদ্দুস, ইউপি সদস্য আবুল হাশেম প্রমুখ। সার্বিক সহযোগিতায় ছিলেন দামুড়হুদা স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক শাজাহান আলী, যুগ্মসম্পাদক আশাদুল হক, সহিদ আজম সদু। দোয়া পরিচালনা করেন দামুড়হুদা উপজেলা জামে মসজিদের ইমাম আব্দুল গফুর।

কুষ্টিয়া প্রতিনিধি জানিয়েছেন, কুষ্টিয়া প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সন্ধ্যায় কুষ্টিয়া পৌরসভা অডিটোরিয়ামে এ ইফতার দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের ইফতার মাহফিলকে কেন্দ্র করে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, ব্যবসায়ী, রাজনীতিবিদ, সাংবাদিকদের মিলন মেলায় পরিণত হয়। উপস্থিত ছিলেন কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, পুলিশ সুপার প্রলয় চিসিম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাবিবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবু হেনা মুস্তাফা কামাল, অতিরিক্ত পুলিশ সুপার জয়নুল আবেদীন, জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সদর খান, সাধারণ সম্পাদক আজগর আলী, সহসভাপতি ও দি কুষ্টিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রির সভাপতি হাজি রবিউল ইসলাম, চৌধুরী মুর্শেদ আলম মধু, সাংগঠনিক সম্পাদক ডা. আমিনুল ইসলাম রতন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. আ.স.ম আক্তারুজ্জামান মাসুম, শহর আওয়ামী লীগের সভাপতি তাইজাল আলী খান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আল মামুন সাগর। ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত করেন মজমপুর বাসস্ট্যান্ড জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আব্দুস সালাম।

কুষ্টিয়া প্রতিনিধি জানিয়েছেন, কুষ্টিয়া প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সন্ধ্যায় কুষ্টিয়া পৌরসভা অডিটোরিয়ামে এ ইফতার দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের ইফতার মাহফিলকে কেন্দ্র করে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, ব্যবসায়ী, রাজনীতিবিদ, সাংবাদিকদের মিলন মেলায় পরিণত হয়। উপস্থিত ছিলেন কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, পুলিশ সুপার প্রলয় চিসিম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাবিবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবু হেনা মুস্তাফা কামাল, অতিরিক্ত পুলিশ সুপার জয়নুল আবেদীন, জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সদর খান, সাধারণ সম্পাদক আজগর আলী, সহসভাপতি ও দি কুষ্টিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রির সভাপতি হাজি রবিউল ইসলাম, চৌধুরী মুর্শেদ আলম মধু, সাংগঠনিক সম্পাদক ডা. আমিনুল ইসলাম রতন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. আ.স.ম আক্তারুজ্জামান মাসুম, শহর আওয়ামী লীগের সভাপতি তাইজাল আলী খান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আল মামুন সাগর। ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত করেন মজমপুর বাসস্ট্যান্ড জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আব্দুস সালাম।