চুয়াডাঙ্গা সীমান্তে ভারতীয় মালামাল উদ্ধার

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জয়নগর সীমান্ত থেকে ১৬ লাখ ৮২ হাজার টাকার ভারতীয় মালামাল উদ্ধার করেছে বিজিবি। গতকাল ভোররাতে সীমান্তের ৭৪ ও ৭৫ নং মেন পিলারের মাঝামাঝি স্থানের একটি পাটক্ষেত থেকে পরিত্যক্ত অবস্থায় এসব মালামাল উদ্ধার কর হয়। উদ্ধার করা মালামালের মধ্যে রয়েছে ভারতীয় ২২৫টি শাড়ি, ৭ হাজার চশমা ও ২০৭ জোড়া জুতা। চুয়াডাঙ্গা ৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল মোহাম্মদ আমির মজিদ জানান, রোববার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে উদ্ধার হওয়া ভারতীয় মালামাল কাস্টমসে জমা দেয়া হয়েছে।