কালীগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদকে ইন্তেকাল

 

কালীগঞ্জ প্রতিনিধি:  ঝিনাইদহের কালীগঞ্জ থানা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক মোবারকগঞ্জ চিনিকল  শ্রমিক নেতা  আনোয়ারুল ইসলাম  উলফা  ঢাকায় ন্যাশনাল হার্ডফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন  (ইন্নালিল্লাহে…রাজেউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিলো (৬৭) বছর। বেশ কিছুদিন ধরে তিনি  হৃদরোগে ভুগছিলেন। গতকাল সন্ধ্যায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ২ ছেলে ২ মেয়ে, স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে থানা বিএনপির সভাপতি ও  সাবেক এমপি শহীদুজ্জামান বেল্টু, সাধারণ সম্পাদক আয়নাল হাসান, সিনিয়র সহসভাপতি আলাউদ্দীন আলা, জেলা ছাত্রদলের যুগ্মআহ্বায়ক ইলিয়াস রহমান মিঠু শোক ও সমবেদনা জানিয়েছেন।

Leave a comment