মহেশপুরে মাদকসেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে শিক্ষককে জরিমান

 

মহেশপুর প্রতিনিধি: মহেশপুর ভ্রাম্যমাণ আদালতে মাহাবুবুল ইকবল খান ঝড়ু নামের এক প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষককে মাদকসেবনের অপরাধে জরিমান করা হয়।

জানা গেছে,  মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার আশাফুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন মহেশপুর পৌর এলাকার পল্লী বিদ্যুত অফিসের পাশে একটি বাগানে মাদকসেবনের আখড়া চলছে। তিনি ও মহেশপুর থানার এসআই মতলেব সংগীয় ফোর্স নিয়ে ঘটনা স্থলে অভিযান চালিয়ে ৩জনকে আটক করেন এবং ১জন পালিয়ে যায়। আটককৃতদের মধ্যে ২জনের কাছে কোনো মাদকদ্রব্য না পাওয়ার কারণে তাদেরকে ছেড়ে দেয়া হয়। সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ও সিবান্দপুর সারকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহাবুবুল ইকবল খান ঝড়ুর কাছে মাদকদ্রব্য পাওয়ায় তাকে মাদক আইনে ৫হাজার টাকা জমিমান এবং অনাদায়ে ১৫ দিনের জেল দেন উপজেলা নির্বাহী অফিসার নির্বাহী ম্যাজিট্রেড আশাফুর রহমান। তিনি ওই দিনই টাকা পরিশোধ করে ছাড়া পান।