প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার দায়ে কুষ্টিয়ায় ২ যুবক আটক

 

কুষ্টিয়া প্রতিনিধি: ফেইসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে ব্যঙ্গচিত্র প্রকাশ করার অভিযোগে কুষ্টিয়ার দৌলতপুরে দুই যুবককে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন- উপজেলার ফিলিপনগর ইউনিয়নের গোলাবাড়ির মামুনুর রহমান (৩৫) ও মাসুদ (৩২)। গতকাল মঙ্গলবার বিকেলে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।

দৌলতপুর থানার ওসি শহিদুল ইসলাম শাহীন জানান, কয়েকদিন আগে ওই দুই যুবক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম ও আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফকে নিয়ে ফেইসবুকে ব্যঙ্গচিত্র প্রকাশ করে। বিষয়টি পুলিশের নজরে এলে সোমবার রাতে তাদের আটক করা হয়। পরে তথ্যপ্রযুক্তি আইনে মামলা করে মঙ্গলবার বিকেলে আদালতে তোলা হয়। আদালত তাদের দুজন জেল হাজতে পাঠান।