দামুড়হুদায় চাঁদার টাকা না পেয়ে জেলেদের মারধরসহ জাল-দড়া কেটে বিনষ্ট করার অভিযোগ : মামলা

 

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় চাঁদার টাকা না পেয়ে জেলেদের মারধরসহ জাল-দড়া কেটে বিনষ্ট করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত মিন্টুসহ মোট ৭ জনের নামে আদালতে মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার কাদিপুর মরগাঙে মাছ ধরতে গেলে জেলেদের মারধরসহ জাল-দড়া কেটে বিনষ্টের ঘটনা ঘটে বলে জানিয়েছেন ওই মরগাঙ লিজ গ্রহণকারী জয়রামপুরের বাবলু।

জানা গেছে, জয়রামপুর কলোনিপাড়ার মৃত আবুল কাশেমের ছেলে রবিউল ইসলাম বাবলু এবং জয়রামপুর চৌধুরীপাড়ার মৃত আফজেল মেম্বারের ছেলে মজিবার গোবিন্দপুরস্থ কাদিপুর মরগাঙ সরকারিভাবে লিজ নিয়ে দীর্ঘদিন যাবত মাছচাষ করে আসছেন। সম্প্রতি গোবিন্দুপর গ্রামের ইছাহকের ছেলে মিন্টু ও তার সাঙ্গপাঙ্গরা মরগাঙ লিজ গ্রহণকারীদের নিকট দু লাখ টাকা চাঁদা দাবি করে। গতকাল মঙ্গলবার সকালে লিজ গ্রহণকারী বাবলু তার লোকজন নিয়ে ওই মরগাঙে মাছ ধরতে গেলে মিন্টু মাছ ধরতে বাঁধা দেয় এবং জেলেদের মারধর করে জাল দড়া কেটে বিনষ্ট করে। এ ঘটনায় লিজ গ্রহণকারী বাবলু বাদী হয়ে অভিযুক্ত মিন্টুসহ মোট ৭ জনের নামে আদালতে মামলা দায়ের করেছেন।