আন্দুলবাড়িয়া প্রতিনিধি: থানা পুলিশ না ডিবি? গতকাল সোমবার সকালে শাদা পোশকে পিস্তলধারী দু পুলিশ ফেনসিডিলসহ দু ব্যক্তিকে আটক করার ঘটনায় জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।
স্থানীয় জনতা জানান, সকাল সাড়ে ৭টার দিকে জীবননগরের আন্দুলবাড়িয়া বাজারের দোয়েল চত্বরে পিস্তলধারী শাদা পোশাকের পুলিশ মোটরসাইকেল যোগে এসে অবস্থান নেয়। এ সময় মধ্যবয়সী দু ব্যক্তি সন্তোষপুর থেকে করিমন গাড়িযোগে প্লাস্টিকের ব্যাগ হাতে দোয়েল চত্বরের অদূরে মিলন হার্ডওয়ারের সামনে এসে পৌঁছায়। শাদা পোশাকের পুলিশ যাত্রীবেশী দু ব্যক্তিকে টেনে হেঁচড়ে গাড়ি থেকে নামিয়ে আটক করে। কি আছে ওর মধ্যে উপস্থিত জনতা প্রশ্ন তুললে এপরে গামছা দিয়ে ঢাকা সিমেরন্টের ব্যাগ ভর্ত্তি ফেনসিডিলসহ ওই দু যাত্রীকে আটক করে মোটরসাইকেল যোগে শাদা পোশাকের পুলিশ স্থান ত্যাগ করে।
সূত্র জানায়, আটককৃতদের র্নিজন স্থানে নিয়ে অর্থ বাণিজ্যর মাধ্যমে ছেড়ে দিয়ে উদ্ধারকৃত ফেনরসিডিল বেমালুম গায়েব করে দেয়া হয়েছে। পালসার মোটরসাইকেল যোগে আসা শাদা পোশাকের পিস্তলধারী পুলিশ ফর্সা, শরীর ও স্বাস্থ্য ভালো। সাথে থাকা ফিফট্টি নম্বর বিহীন মোটরসাইকেল নিয়ে আসা ব্যক্তি কালো, লুঙ্গি পরা মাজায় গামছা বাঁধা। কে এই শাদা পোষাকের পিস্তলধারী পুলিশ? জনবহুল স্থানের উপস্থিত জনতা ফেনসিডিল উদ্ধার ও আটক করার দৃশ্য চেয়ে চেয়ে দেখছিলেন। এ ব্যাপারে জীবননগর থানার অফিসার ইনর্চাজ হুমাযূন কবীরের দৃষ্টি আকর্ষণ করলে তিনি এ বলেন, থানার কোনোঅফিসার সকালের দিকে আন্দুলবাড়িয়া এলাকায় যায়নি। ফেনসিডিল আটক করার কোনো ঘটনা ঘটেনি।