আনন্দ ও উৎসবমুখর পরিবেশে দামুড়হুদার দর্শনা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

 পিপুল-রাজু প্যানেলের নিরঙ্কুশ জয়লাভ : সর্বস্তরের অভিনন্দন

দর্শনা অফিস: আনন্দ ও উৎসবমুখর পরিবেশে দামুড়হুদার দর্শনা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত একটানা শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে পিপুল-রাজু প্যানেল নিরঙ্কুশ জয়লাভ করেছে। নিরঙ্কুশ বিজয়। চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর, চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক মাহফুজুর রহমান মনজুসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক প্রতিষ্ঠানের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে। নির্বাচিতরা গতকালই রাতে দৈনিক মাথাভাঙ্গা সম্পাদক সরদার আল আমিনের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। ফুল দিয়ে স্বাগত জানানো হয়। নির্বাচিতরা সর্বস্তরের সকলের সহযোগিতা নিয়ে অর্পিত দায়িত্ব নিষ্ঠার সাথে পালনে সচেষ্ট হওয়ার প্রত্যায় ব্যক্ত করেন।DARSANA PIC (3)

কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে অনুষ্ঠিত এ নির্বাচনে সভাপতি পদে দৈনিক যুগান্তরের দামুড়হুদা প্রতিনিধি ইকরামুল হক পিপুল, সহসভাপতি সময়ের সমীকরণ প্রতিনিধি আজিমুদ্দিন আহম্মেদ, সাধারণ সম্পাদক দৈনিক মাথাভাঙ্গার দর্শনা ব্যুরো প্রধান হারুন রাজু, যুগ্মসম্পাদক আমাদের সংবাদের দর্শনা ব্যুরো প্রধান আহসান হাবীব মামুন, সাংগঠনিক সম্পাদক নয়াদিগন্ত দামুড়হুদা সংবাদদাতা মনিরুজ্জামান সুমন, দফতর সম্পাদক আমার সংবাদের দামুড়হুদা প্রতিনিধি জিল্লুর রহমান মধু, সাহিত্য প্রকাশনা সম্পাদক মোস্তাফিজুর রহমান কচি, কার্যনির্বাহী সদস্য হানিফ মণ্ডল, ইয়াছির আরাফাত মিলন ও জামান তারিক নির্বাচিত হয়েছেন। কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছে কোষাধ্যক্ষ জাহিদুল ইসলাম, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মেহেদী হাসান ও ক্রিড়া সম্পাদক মুনজুরুল ইসলাম। নির্বাচনে কমিশনের দায়িত্ব পালন করেন ক্লাবের আইন উপদেষ্টা অ্যাড সুজা উদ্দিন, সাবেক সভাপতি মনিরুজ্জামান ধীরু ও এফএ আলমগীর। নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ গতকালই সৌজন্য সাক্ষাত করেছেন চুয়াডাঙ্গা প্রেসক্লাব ও জেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে। জেলা প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছাসহ মিষ্টি মুখ করিয়ে নেতৃবৃন্দ অভিনন্দন জানান। উপস্থিত ছিলেন জেড আলম, রাজন রাসেদ, খায়রুল ইসলাম, আরিফুল ইসলাম ডালিম, জাহিদ জীবন, রিচার্ড রহমান, সাংবাদিক সমিতি একাংশের সভাপতি অ্যাড মানিক আকবর।

পিপুল-রাজু প্যানেল নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন, চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর, চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক মাহফুজুর রহমান মনজু, অবসরপ্রাপ্ত মেজর জামান, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি আজাদ মালিথা, সাধারণ সম্পাদক ফাইজার চৌধুরী, দামুড়হুদা উপজেলা ভাইস চেয়ারম্যান আ. কাদের, ইউপি চেয়ারম্যান জাকারিয়া আলম, ডা. রফিকুল ইসলাম, আ.লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, আলী মুনসুর বাবু, গোলাম ফারুক আরিফ, আতিয়ার রহমান হাবু, তিতুদহ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী শুকুর আলী, বিএনপি নেতা মাহমুদুর রহমান তরফদার শাওন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতি নেতা স্বরুপ দাস, হারুন অর রশিদ জুয়েল, কেরুজ শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি তৈয়ব আলী, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান, শ্রমিক নেতা হাফিজুল ইসলাম, মনিরুল ইসলাম প্রিন্স, ফিরোজ আহম্মেদ সবুজ, মোস্তাফিজুর রহমান, ফারুক আহম্মেদ, দর্শনা রেল বাজার দোকান মালিক সমিতির সভাপতি তোফাজ্জেল হোসেন, সাধারণ সম্পাদক সাবির হোসেন মিকা, সাহিত্যিক আবু সুফিয়ান প্রমুখ। নবনির্বাচিত এ পরিষদকে ফুলেল শুভেচ্ছাসহ অভিনন্দন জানানোকালে দৈনিক মাথাভাঙ্গার সম্পাদক ও প্রকাশক সরদার আল আমিন দিক নিদের্শনামূলক পরামর্শ দেন। প্রেসক্লাবের উন্নয়নে সকলকে সাথে নিয়ে কাজ করার আহ্বান জানান।

নবনির্বাচিত পরিষদের সভাপতি ইকরামুল হক পিপুল, সাধারণ সম্পাদক হারুন রাজু, সাংবাদিক নজরুল ইসলাম সকলের দোয়া ও সহযোগিতা চেয়েছেন।