মামলা নেয়নি পুলিশ : আদালতে মামলা হতে পারে আজ

আইনি সহায়তা চেয়ে মানবতা ফাউন্ডেশনে আবেদন করেছেন নিহত খুশির মা আকলিমা

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার দৌলাতদিয়াড়ের গৃহবধূ খুশি নিহতের ঘটনায় আইনি সহায়তা চেয়ে মানবতা ফাউন্ডেশনে আবেদন করা হয়েছে। গতকাল সোমবার ফাউণ্ডেশনে কার্যালয়ে উপস্থিত হয়ে নিহত খুশির মা আকলিমা খাতুন এ আবেদন করেন।

মানবতা এক প্রেসবিজ্ঞপ্তিতে জানিয়েছে, চুয়াডাঙ্গা জেলা সদরের হাতিকাটা গ্রামের মোকাম আলীর মেয়ে খুশি খাতুনের বিয়ে হয় দৌলাদিয়াড়ের গ্রামের জসীম উদ্দীনের ছেলে রকিবুলের সাথে। প্রায় ১ বছর আগে প্রেম সম্পর্কের মাধ্যমে পরিবারের সম্মতির মাধ্যমে বিয়ে হয় তাদের। বিয়ের সময় যৌতুক হিসাবে বেশ কিছু নগদ টাকা ও স্বর্ণালংকারও দেয়া হয়। তারপরও বিয়ের পর থেকে নানা অজুহাতে যৌতুক দাবি করে নির্যাতন করতে থাকে খুশির শ্বশুর বাড়ির লোকজন। এমনকি খুশির মা দৌলাতদিয়াড়ের বসবাস করা বাড়িটা পর্যন্ত জামাইয়ের নামে লিখে দিতে বলে। এক পর্যোয়ে খুশির শ্বশুর বাড়ির লোকজন যৌতুকের দাবিতে হত্যা করে বলে খুশির মা আকলিমা খাতুন অভিযোগ করে। পুলিশ এ বিষয়ে নিহত খুশির মা বাদি হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় একটা অপমৃত্যু মামলা রজু করে। পরে নিহতের পরিবারে পক্ষ থেকে হত্যা মামলা করতে গেলে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ হত্যা মামলা না নিয়ে তাদের থানা থেকে বের করে দেয় বলে অভিযোগ করেছে নিহতের ভাই মোহাম্মদ ইবু। কিশোরী গৃহবধূ খুশি হত্যার ঘটনায় পুলিশ মামলা না নেয়ায় গতকাল সোমবার চুয়াডাঙ্গা মানবতা ফাণ্ডেশনের কার্যালয়ে উপস্থিত হয়ে নিহতের মা আকলিমা খাতুন আইনী সহায়তা চেয়ে আবেদন করেছে ফাউণ্ডেশনের কাছে। একই সাথে খুশির মা আকলিমা খাতুন আজ মঙ্গলবার আদালতে বাদী হয়ে নিহতের স্বামী রকিবুল, শ্বশুর জসিম, ফুফু শাশুড়ী রোজিনা ও শেফালীর বিরুদ্ধে হত্যা মামলা করবে। বিজ্ঞপ্তি আরো জানিয়েছে আসামিদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ১১(ক)/৩০ ধারায় যৌতুকের দাবিতে হত্যার অভিযোগে মামলা করা হবে।