৪ জুলাই সব ব্যাংক বন্ধ

 

স্টাফ রিপোর্টার: ৪ জুলাই দেশের সব ব্যাংক বন্ধ থাকবে। তবে এ দিনের পরিবর্তে ১৬ জুলাই শনিবার ব্যাংক খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আর আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশের পোশাক শিল্প এলাকায় ব্যাংকের শাখা আগামী শনি ও রবিবার খোলা থাকবে। গতকাল রোববার বাংলাদেশ ব্যাংকের প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আসন্ন ঈদে নয়দিন টানা সরকারি ছুটিতে শ্রমিক, কর্মচারী ও শিল্প মালিকদের আর্থিক লেনদেনের সুবিধার্থে শনি ও রবিবার ব্যাংক খোলা রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়া আগ্রাবাদসহ চট্টগ্রাম বন্দর এলাকার বাণিজ্যিক ব্যাংকের সব শাখা আগামী ঈদুল ফিতর পর্যন্ত শনিবারও খোলা থাকবে।

চাঁদ দেখা সাপেক্ষে ৬ জুলাই বুধবার ঈদ ধরে এবার ৫, ৬ ও ৭ জুলাই ঈদ-উল-ফিতরের ছুটি নির্ধারিত আছে। আর ৩ জুলাই রোববার শবেকদরের ছুটি। তার আগে দুইদিন শুক্র ও শনিবার হওয়ায় কার্যত ছুটি শুরু হচ্ছে ১ তারিখ থেকেই। আবার ঈদের ছুটি শেষে ৮ ও ৯ জুলাই শুক্র ও শনিবার। ফলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের টানা ছুটি কাটানোর পথে বাধা ছিলো কেবল ৪ জুলাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নির্বাহী ক্ষমতাবলে ৪ জুলাইও ছুটি ঘোষণা করলে সে বাধাও কেটে যায়। এর পরিবর্তে সরকারি চাকরিজীবীদের ১৬ জুলাই শনিবার অফিস করতে বলা হয়। একইভাবে ৪ জুলাই ব্যাংক বন্ধ রেখে ১৬ জুলাই ব্যাংক খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।