চাঁদাবাজি ও মারামারি মামলায় চুয়াডাঙ্গা মাছেরদাইড় গ্রামের দুজন গ্রেফতার

 

স্টাফ রিপোর্টার: চাঁদাবাজি ও মারামারি মামলায় দুজনকে গ্রেফতার করেছে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ। গতরাত ২টার দিকে সদর উপজেলার মাছেরদাইড় গ্রাম থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। সদর থানার এসআই জাহাঙ্গীর আলম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ইয়াছিন ও ছেলুনকে গ্রেফতার করে থানায় নেন।

জানা গেছে, চুয়াডাঙ্গা মাছেরদাইড় গ্রামের ব্যবসায়ী আশোক আলীর কাছে দীর্ঘদিন ধরে মোবাইলফোনে চাঁদা দাবি করে আসছিলো। চলতি মাসের ২৩ থেকে ২৫ জুন পর্যন্ত বিভিন্ন সময় চাঁদা দাবি করে। গত শুক্রবার চাঁদা দাবিতে আশোক আলীকে লক্ষ্য করে একটি বোমা নিক্ষেপ করে। গতকাল রোববার ব্যবসায়ী আশোক আলী বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় একটি চাঁদাবাজি মামলা দায়ের করেন। এ মামলায় গতরাতে এসআই জাহাঙ্গীর আলম অভিযান চালিয়ে রহম আলীর ছেলে ইয়াছিন (২৪) ও আলী কদরের ছেলে ছেলুনকে (২৫) গ্রেফতার করেন।