ব্রেক্সিট ইংল্যান্ড ফুটবল দলকে প্রভাবিত করবে না

 

মাথাভাঙ্গা মনিটর: ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বেরিয়ে যাওয়ার (ব্রেক্সিট) সিদ্ধান্তের প্রভাব ইংল্যান্ড ফুটবল দলের মধ্যে পড়বে না বলেই মনে করেন আইসল্যান্ড দলের কোচ লার্স লাগেরব্যাক। আগামী সোমবার ফ্রান্সের নাইসে ইউরো টুর্নামেন্টের নকআউট পর্বে ইংল্যান্ডের মোকাবেলা করবে তার শিষ্যরা। গত বৃহস্পতিবার আয়োজিত এক গণভোটের মাধ্যমে ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাবার পক্ষে ভোট দিয়েছে ব্রিটেনের জনগণ। যা সংক্ষেপে বেক্সিট নামে পরিচিতি লাভ করেছে। এর ফলে আর্থিক এবং রাজনৈতিক সবকিছুতেই একলা চল নীতির পক্ষে সম্মতি দিলো যুক্তরাজ্যের নাগরিকরা। নকআউট পর্বের ম্যাচ উপলক্ষে আলিয়াঞ্জ রিভিয়েরায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে আইসল্যান্ডের এক সাংবাদিকের মন্তব্যের পরিপেক্ষিতে আইসল্যান্ড কোচ এ মত দেন। শেষ আটে জায়াগা করে নিতে আইসল্যান্ড দলেরও আরেকটি বেক্সিট প্রয়োজন বলে ওই সাংবাদিকের মন্তব্যের জবাবে কোচ বলেন, আমরা সবসময় এমন প্রত্যাশা করতেই পারি। এটি একটি ভাল পন্থা। তবে জানিনা বেক্সিট ভাল হবে, নাকি খারাপ হবে। এ বিষয়ে অবশ্য আমি কোন মন্তব্যও করতে চাই না।’

Leave a comment