আলমডাঙ্গার মুন্সিগঞ্জ ও খাদিমপুরে : বাঁশের লাঠি বিতরণ করলো পুলিশ

 

মুন্সিগঞ্জ প্রতিনিধি: আলমডাঙ্গার মুন্সিগঞ্জ ও খাদিমপুর ইউনিয়নে গ্রাম প্রতিরক্ষা কমিটি ও বাঁশের লাঠি বিতরণ করেছে পুলিশ। ‘হিন্দু-মুসলিম-খ্রিস্টান ভাই ভাই জাতিগত বিভেদ নাই’ এই স্লোগানে মুন্সিগঞ্জ একাডেমি ও পাচঁকমলাপুর স্কুলমাঠে এ কার্যক্রমের উদ্ধোধন করেন আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মেহেদী রাসেল।

গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে আলমডাঙ্গার মুন্সিগঞ্জ একাডেমিতে জেহালা ইউনিয়নের গ্রাম প্রতিরক্ষা কমিটির হাতে বাঁশের লাঠি তুলে দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী রাসেল। এ সময় বিষিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলার সাবেক চেয়ারম্যান শিক্ষা অনুরাগী মকবুলার রহমান। বিশেষ অতিথি ছিলেন, আলমডাঙ্গা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দোলোয়ার হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক হেলাল উদ্দিন, মতিয়ার রহমান, হাসানুজ্জামান হান্নান, বীর মুক্তিযোদ্ধা ইসাহক ও লুৎফর রহমান, আওয়ামী লীগ নেতা দেবেন্দ্রনাথ বাবুলাল, ডা. জাহান আলী, সালাউদ্দিন, সিদ্দিক, ফজলুল হক, লাভলু চৌধুরী, মুন্সিগঞ্জ ফাঁড়ি ইনচার্জ এসআই রনজিত কুমার দাশ, টু আইসি এএসআই, তরিকুল ইসলাম,  ইউনিয়ন যুবলীগের সভাপতি মঈন হাসান, যুবলীগের অন্যতম নেতা হিরালাল, নয়ন, জসিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ বলেন ১৯৭১ সালে স্বাধীনতার বিপক্ষের অপশক্তি আজ জঙ্গিদের মদদ দিয়ে দেশেটাকে জঙ্গি রাজত্ব কায়েম করতে চাইছে। দেশে জঙ্গিবাদ গুপ্তহত্যা কারীদের মাথা চাড়া দিয়ে ওঠার কোনো সুযোগ নেই। বাংলাদেশকে অকার্যকর করার পরিকল্পনা সফল করতে পারবে না। তিনি আরও বলেন পুলিশই জনতা জনতাই পুলিশ। সন্দেহভাজন কাউকে ঘোরাফেরা করতে দেখেলে তাকে আটকিয়ে পুলিশে খবর দেন। এ সময় তিনি নবগঠিত গ্রাম প্রতিরক্ষা কমিটির হাতে বাঁশের লাঠি তুলে দেন।

অপরদিকে খাদিমপুর ইউনিয়নের পাচঁকমলাপুর গ্রামের স্কুলমাঠে গ্রাম প্রতিরক্ষা কমিটির হাতে বাঁশের লাঠি তুলে দিয়েছে পুলিশ। অনুষ্ঠানের সভাপতি ছিলেন বীর মুক্তিযোদ্ধা জামসেদুর রহমান জাহাঙ্গীর, প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা থানা ইনচার্জ মেহেদী রাসেল, বিশেষ অতিথি ছিলেন খাদিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হালিম মণ্ডল প্রমুখ। অনুষ্ঠানে গ্রাম প্রতিরক্ষা কমিটির সদস্যদের হাতে বাঁশের লাঠি তুলে দেয় পুলিশ।