বছরে দুটি আইপিএল!

 

মাথাভাঙ্গা মনিটর: আইপিএল মানেই রমরমা ব্যবসা। আর দর্শকদের জন্য বিনোদন। বিনোদনের জন্যই হোক কিংবা ব্যবসার উদ্দেশ্যেই, এবার বছরে দুটি আইপিএলে করার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। গতকাল শুক্রবার বিসিসিআই’র ওয়ার্কিং কমিটির সভা শেষে এ সিদ্ধান্ত নেয়া হয়। তবে এর নাম নিয়ে এখনও বিস্তারিত কিছুই জানানো হয়নি। খুব সম্ভব ‘মিনি আইপিএল’ অথবা ‘আইপিএল ওভারসিজ’ নামেই অনুষ্ঠিত হবে এ সংস্করণ।

বিসিসিআই’র সভাপতি অনুরাগ ঠাকুর জানিয়েছেন প্রত্যেক সেপ্টেম্বরেই এ টুর্নামেন্ট আয়োজন করা হবে। যেখানে আটটি দলই অংশ নেবে। এটা মূল ফরম্যাটের থেকেও ছোট পরিসরে আয়োজন করা হবে। যেখানে হোম-অ্যাওয়ে ম্যাচ হবে না। টুর্নামেন্ট শেষ করা হবে দু সপ্তাহের মধ্যেই।