জীবননগর গঙ্গাদাসপুরের অস্থায়ী পুলিশ ক্যাম্প তুলে নেয়ায় আতঙ্ক

 

জীবননগর ব্যুরো: জোড়া খুনের পর জীবননগর গঙ্গাদসপুরের ভূমিহীনপাড়ায় স্থাপিত অস্থায়ী পুলিশ ক্যাম্পটি তুলে নেয়া হয়েছে। গত বৃহস্পতিবার এ ক্যাম্প তুলে নেয়ায় ভূমিহীন জোতদার পরিবারে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ জানিয়েছে, পরিস্থিতি শান্ত থাকায় ক্যাম্প গুটিয়ে নেয়া হলেও সার্বক্ষণিক পুলিশি টহল ব্যবস্থা রাখা হয়েছে।

চলতি বছরের ৪ জানুয়ারি গোলদার গ্রুপ ভূমিহীনপাড়ার ৬২ পরিবারের বিরোধপূর্ণ জমি দখলে নিতে  সশস্ত্র হামলা চালায়। এ হামলায় মোহাম্মদ আলী ও শাহাবুদ্দিন নামক ভূমিহীন পরিবারের দু সদস্য নিহত ও গৃহবধূসহ ৫ জন আহত হয়। এ ঘটনায় সীমান্ত ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুল মালেক মোল্লা ও তার ছেলে ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইসাবুল হক মিল্টনকে প্রধান আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করা হয়। এ মামলায় আব্দুল মালেক মোল্লা বর্তমানে জেলা হাজতে রয়েছেন। ঘটনার পর থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে গ্রামটিতে অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়। ফলে গঙ্গাদাসপুর গ্রামবাসীসহ ভূমিহীন পরিবার শান্তিতে বসবাস করে আসছিলো। এ অবস্থায় অস্থায়ী পুলিশ ক্যাম্পটি তুলে নেয়ায় নতুন করে ভূমিহীন পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বলে ভূমিহীন পরিবারের নেতা হানেফ আলী অভিযোগ করেছেন। এ ব্যাপারে ওসি (তদন্ত) গোলাম মহাম্মদ জানান, এলাকার পরিস্থিতি শান্ত থাকায় ক্যাম্প তুলে নেয়া হলেও পুলিশি টহল ব্যবস্থা রাখা হয়েছে। বিকেল হতে সকাল পর্যন্ত গ্রামটিতে পুলিশের একটি টিম টহল দেবে বলে তিনি জানিয়েছেন।