চুয়াডাঙ্গায় কয়েকদিনের ভ্যাপসা গরমের পর বৃষ্টির পূর্বাভাস

 

 

গত কয়েকদিন ধরে চুয়াডাঙ্গায় ভ্যাপসা গরম পড়ছে। মাঝে মাঝে বৃষ্টির সম্ভাবনা দেখা দিলেও মেঘগুলো উড়ে যাচ্ছে বৃষ্টি না ঝরিয়ে। এরই মাঝে আজ শনিবার আবহাওয়া অধিদফতর পূর্বাভাবে বলেছে, আগামী ৭২ ঘণ্টায় বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে।  শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়, চট্টগ্রাম ও ঢাকা, বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও রাজশাহী বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেবে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে এবং আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ৫টা ১৪ মিনিটে। আবহাওয়া দৃশ্যের সংক্ষিপ্তসারে বলা হয়, মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে।

Leave a comment