চুয়াডাঙ্গার তেঘরি গ্রামের নুরু মেম্বারের বিরুদ্ধে অপহরণের মামলার পর এবার নারী নির্যাতন মামলা

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার তেঘরি গ্রামের নুরু মেম্বারের বিরুদ্ধে অপহরণের নাটক সাজিয়ে মামলা করে ক্ষান্ত হয়নি প্রতিপক্ষ জাহাঙ্গীর। চাচাতো ভাবী দিয়ে করিয়েছেন নারী নির্বাতন মামলা।

অভিযোগে জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াইটুপি ইউনিয়নের তেঘরি স্কুলপাড়ার হাশেমের ছেলে জাহাঙ্গীর গত ১৯ জুন রোববার নিজের লোক দিয়ে অপহরণের নাটক সাজায়। অপহরণ এবং মারপিটের নাটক সাজিয়ে একই গ্রামের সাবেক ইউপি সদস্য নুরু মেম্বারকে ফাঁসাতে চুয়াডাঙ্গা সদর থানায় একটি অপহরণের অভিযোগ করে জাহাঙ্গীর। জাহাঙ্গীরের সাজানো নাটক ফাঁস হয়ে যাওয়ায় ওই ঘটনার দু দিন পর চাচাতো ভাই লাল মিয়ার স্ত্রী কুলছুম বেগমকে দিয়ে নুরু মেম্বারের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে আদালতে মামলা করানো হয়। গ্রামবাসী অভিযোগ করে, পূর্বশত্রুতার জের ধরে নুরু মেম্বারকে শায়েস্তা করতে জাহাঙ্গীর পরিকল্পিতভাবে একের পর এক মামলা করে চলেছে। উদ্দেশ্য নুরু মেম্বারের নিকট থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়ার অপচেষ্টা। এ বিষয়ে নুরু মেম্বার বলেন, আমি অপরাধ করলে শাস্তি হবে। আর অপরাধ না করলে হয়রানির শিকার হবো। তাই বলে অপরাধ না করে অপরাধী সেজে কারো হাতে টাকা তুলে দেবো না।

Leave a comment