চুয়াডাঙ্গা দোস্তের ওহিদুলের বিরুদ্ধে স্বাস্থ্য বিভাগে চাকরি দেয়ার নামে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার দোস্ত আমতলাপাড়ার ওহিদুলের বিরুদ্ধে স্বাস্থ্য বিভাগে চাকরি দেয়ার নাম করে প্লাবন নামের একজনের নিকট থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। অবশেষে ৪ বছর পর আংশিক টাকা ফেরত দিয়ে মুক্তি মিলেছে।

জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার নেহালপুর ইউনিয়নের দোস্ত আমতলাপাড়ার হান্নান নপ্তির ছেলে ওহিদুল ইসলাম স্বাস্থ্য বিভাগের এফপিআই পদে চাকরি করেন। চাকরির সুবাদে স্বাস্থ্য বিভাগের অনেকের সাথেই রয়েছে তার দহরম মহরম। স্বাস্থ্য সহকারী পদে চাকরি দেয়ার নাম করে ২০১২ সালে কুতুবপুর ইউনিয়নের জলিবিলা গ্রামের আব্দুল খালেকের ছেলে প্লাবনের নিকট থেকে ৪ লাখ টাকা হতিয়ে নেয় ওহিদুল। প্লাবনের ভাগ্যে চাকরি না জুটলেও টাকা আর ফেরত পায় না সে। অবশেষে সপ্তাখানেক আগে প্লাবন তার লোকজন দিয়ে ওহিদুলকে আটক করে। অবশেষে উপায়অন্ত না পেয়ে ৪ লাখ টাকার মধ্যে ১ লাখ ৮০ হাজার টাকা প্লাবনকে ফেরত দিলে মুক্তি মেলে ওহিদুলের। স্থানীয়রা অভিযোগ করে আরও জানায়, চাকরি দেয়ার নাম করে ওহিদুল প্লাবন ছাড়াও আরও অনেকের নিটক থেকে প্রতারণা করে হাতিয়ে নিয়েছে টাকা। এ বিষয়ে ওহিদুলের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট।