স্টাফ রির্পোটার: চুয়াডাঙ্গার মাছেরদাড়ী গ্রামে দাবিকৃত চাদাঁ না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে বোমা নিক্ষেপ করেছে সন্ত্রাসীরা। কয়েকদিন ধরে একটি বিদেশি ফোন নন্বর থেকে গ্রামের কয়েকজনের কাছে পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (লাল পতাকা) মুরাদ পরিচয় দিয়ে মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছিলো। চাঁদা না পেয়ে গতকাল শুক্রবার রাতে আসক আলী নামক এক ব্যক্তির বাড়িতে বোমা নিক্ষেপ করেছে সন্ত্রাসীরা। বোমাটি বিস্ফোরিত না হলেও এলাকায় আতঙ্ক ছড়ায়। গ্রাবাবাসী সঙ্গবদ্ধ হয়ে সন্ত্রাসিদের ধাওয়া করে। সংবাদ পেয়ে সদর থানা পুলিশ বোমাটি উদ্ধার করে।
জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা সদরের মোমিনপুর ইউনিয়নের মাছেরদাড়ী গ্রামের উত্তরপাড়ার মৃত আব্দুর বাতেনের ছেলে চাতাল ব্যবসায়ী আসক আলীসহ একই গ্রামের পালাশ ও জসিম ডাক্তারের নিকটে গত কয়েকদিন ধরে একটি বিদেশি ফোন নম্বর থেকে চাঁদা দাবি করে আসছিলো। অজ্ঞত ব্যক্তি নিজেকে পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টি (লাল পতাকা) নেতা মুরাদ পরিচয় দিয়ে ৬০১৪৭৪৬১৫৪২ ফোন নম্বর দিয়ে ফোন করে মোটা অঙ্কের টাকা চাঁদা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে পরিবারসহ হত্যার হুমকি দেয়।
আসক আলী জানান, কয়েকদিন ধরে চরমপন্থি পরিচয়ে ২ লাখ টাকা চাঁদা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে ছেলে-মেয়েকে তুলে নিয়ে গিয়ে ১০ লাখ টাকা আদায় করবে বলে জানানো হয়। গতকাল রাত সাড়ে ৮টায় নিজের বাড়ির পাশে ধানের চাতালের ওপর বসে ছিলেন আসকসহ পালাশ, সুজন, সালাউদ্দিন ও ইসান। এ সময় একটি বোমা নিক্ষেপ করে সন্ত্রাসীরা। বোমাটি বিস্ফোরিত না হলেও বোমা দেখে সাবাই দিগ্বিদিক ছুটোছুটি করতে থাকে। তাদের চিৎকারে গ্রামবাসী ছুটে এসে সঙ্গবদ্ধ হয়ে বোমা নিক্ষেপকারীদের পিছু ধাওয়া করে। সংবাদ পেয়ে চুয়াডাঙ্গা সদর থানার এসআই মহাবুল সঙ্গীয় ফোর্স নিয়ে লাল টেপে মোড়া বোমাটি উদ্ধার করেন।
রাত সাড়ে ৯টার দিকে চুয়াডাঙ্গা থানা পুলিশের ঘটনাস্থলে উপস্থিতিতে উক্ত ফোন নম্বর থেকে ফোন করে হুমকি দিয়ে জানানো হয়, তুই টাকা দিলে কিছু হতো না। টাকা না দিলে তোকে কুকুরের মতো করে মারবো। এটা তো সামান্য নমুনা দেখালাম। এছাড়া অকথ্য ভাষায় গালিগালাজ করে হুমকি দেয় চরমপন্থীরা।
অপরদিকে একই ফোন নম্বর থেকে সন্ত্রাসী পরিচয়ে কবিখালী গ্রামের মৃত আব্দুল বারেক সরকারের ছেলে আব্দুল হাকিমের কাছে ১ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না পেয়ে গত বুধবার গ্রামের মোড়ে রাস্তায় একটি শক্তিশালী বোমা নিক্ষেপ করে বলে গ্রামবাসী জানায়। গ্রামবাসী অভিযোগ করে বলেছে, একটি বিদেশি ফোন নম্বর থেকে সন্ত্রাসী পরিচয়ে গ্রামের নিরীহ ব্যবসায়ীদের কাছে চাঁদা চেয়ে অতিষ্ঠ করে তুলেছে।