চুয়াডাঙ্গার ৭ গরু ব্যবসায়ীর ৩৪ গরুসহ ছিনতাই হওয়া ট্রাক টঙ্গি থেকে উদ্বার : গরু গয়েব

 

মুন্সিগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জ জেলার ঘিয়ের বাজার নামক স্থান থেকে চুয়াডাঙ্গার ৭ গরু ব্যবসায়ীর ৩৪ গরুসহ গরুবাহী ট্রাক ছিনতায়ের ঘটনা ঘটে। গত বৃহস্পতিবার গরুব্যবসায়ীরা শেয়ালমারী পশুহাট থেকে ট্রাক যোগে গাবতলী গরুহাটে গরু নিয়ে যাওয়ার সময় পরশু ভোর ৪টার দিকে এ ছিনতায়ের ঘটনা ঘটে। গতকাল দুপুর ১২টার দিকে গাজিপুরের টঙ্গি থেকে পরিত্যক্ত অবস্থায় ট্রাক উদ্বার করেছে পুলিশ।

জানা গেছে, গত বৃহস্পতিবার চুয়াডাঙ্গার শেয়ালমারী পশুহাট থেকে ৭ গরু ব্যবসায়ী ৩৪ গরু নিয়ে যশোর-ট-১১-০৩৩৩ ট্রাকে করে ঢাকার গাবতলী গরুর হাটের উদ্দেশে রওনা হয়। শুক্রবার ভোর ৪টার দিকে মানিকগঞ্জ জেলার ঘিয়ের বাজার নামক স্থানে মেন সড়কের স্প্রিড ব্রেকার পার হওয়ার সময় একটি মিনি পিকআপ গরুবাহী ট্রাকটিকে ব্যারিকেড দেয়। আগ্নে অস্ত্র ও ধারলো অস্ত্রসহ ১০/১২ জনের ছিনতাই কারী দল অস্ত্রের মুখে ট্রাকড্রাইভার আজাদ, গরুব্যবসায়ী টিপু ও মিরাজুল, রাখাল পুটিমারীর ইউনুচ ও কাশিপুরের সহিদুলকে জিম্মি করে। তাদের মারধোর করে হাত-পা ও চোখ-মুখ বেঁধে গরুভর্তি ট্রাক নিয়ে ছিনতাইকারীরা পালিয়ে যায়। ভোর ৬টার দিকে স্থানীয় লোকজন তাদের উদ্বার করেন। এ ব্যপারে মানিকগঞ্জ থানায় একটি জিডি করেন গরুব্যপারীরা। গতকাল শনিবার দুপুর ১২টার দিকে গাজিপুরের টঙ্গির একটি মাঠের মধ্যে পরিত্যক্ত অবস্থায় স্থানীয়দের সহযোগিতাই ছিনতাইকৃত ট্রাকটি উদ্বার করে পুলিশ। ট্রাক উদ্বার হলেও ছিনতাইকৃত ৩৪ গরু উদ্বার হয়নি বলে এলাকার গরুব্যবসায়ীসূত্রে জানা যায়।