আলমডাঙ্গার ক্যান্সার আক্রান্ত শান্ত’র চিকিৎসা সহযোগিতায় দক্ষিণ কোরিয়ায় প্রবাসীরা

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা কলেজপাড়ার ক্যান্সার আক্রান্ত হতদরিদ্র পরিবারের কিশোর সন্তান প্রান্ত’র সুচিকিৎসার জন্য এবার দক্ষিণ কোরিয়ায় কর্মরত প্রবাসীরা সাহায্যের হাত বাড়িয়েছেন। ওই দেশে কর্মরত খন্দকার রাকিব হাসান সলোকসহ কয়েকজন সেখানে কর্মরত এই এলাকার প্রবাসীদের নিকট থেকে অর্থ সংগ্রহ করে পাঠিয়ে দেন। তাদের পাঠানো ১ লাখ ২০ হাজার টাকা গতকাল ২৮ মে অসুস্থ প্রান্ত’র হাতে তুলে দেয়া হয়েছে। রাকিব হাসান সলোকের পিতা হাজি খন্দকার রবিউল ইসলাম প্রান্ত’র বাড়ি গিয়ে তার হাতে ওই অর্থ তুলে দেন। সে সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হাজি খন্দকার সিরাজুল ইসলাম, হাজি খন্দকার আজাদ, খন্দকার রিমন প্রমুখ। এছাড়া গতপরশু  ২৭ মে বাদ জুমা দুটি সংগঠণ প্রান্ত’র বাবার হাতে তুলে দেয় ৭৫ হাজার টাকা। আমেরিকা প্রবাসী বাংলাদেশিদের সংগঠন আলমডাঙ্গা থানা সমিতি- ইউএসএ ইনক ও হেল্প ফাউন্ডেশন আলমডাঙ্গা ওই সাহায্য প্রদান করেছে। সে সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা থানা সমিতি- ইউএসএ ইনক‘র সভাপতি আজিজুল হক বাবলু, সাধারণ সম্পাদক জগলুল ইসলাম টফি ও হেল্প ফাউন্ডেশন আলমডাঙ্গা’র পক্ষ থেকে মাহফুজুর রহমান শামীম, মামুনুর রশিদ খান, মোস্তাফিজুর রহমান প্রমুখ। এছাড়াও প্রান্তর জীবন রক্ষার্থে প্রবাসীদের আরও কয়েকটি সংগঠণ তহবিল সংগ্রহ করছে বলে জানা গেছে।

আলমডাঙ্গা কলেজপাড়ার হতদরিদ্র সানোয়ার হোসেনের কিশোরপুত্র প্রান্ত (১৬) দুরারোগ্য ক্যান্সার রোগে আক্রান্ত। এতোদিন কষ্টে-শিষ্টে ও আত্মীয়দের সহযোগিতায় প্রান্ত’র চিকিৎসা করে আসলেও বর্তমানে তার শারীরিক অবস্থা বেশ জটিল হয়েছে। দেশে তার সুচিকিৎসা সম্ভব নয় বলে অনেক চিকিৎসক অভিমত প্রকাশ করেছেন। অবশেষে বাড়িতে বিনা চিকিৎসায় ধুকে ধুকে জীবনের শেষ প্রান্তে পৌঁছে যাওয়া প্রান্ত’র পাশে দাঁড়িয়েছে তার বন্ধুরা। তারা সকলে একত্রিত হয়ে এলাকা থেকে লক্ষাধিক টাকা প্রান্তর চিকিৎসার জন্য সংগ্রহ করেছে। ফেসবুকে প্রবাসীদের সহযোগিতা কামনা করেছে। তাদের অনুরোধে আশানুরূপ সাড়াও মিলেছে।