মাইওয়ানের চেয়ারম্যান আব্দুল হাকিম খান গুরুতর অসুস্থ : নেয়া হয়েছে ব্যাঙ্ককে

স্টাফ রিপোর্টার: দেশের অন্যতম স্বনাম ধন্য ইলেক্ট্রনিক্স সামগ্রী প্রস্তুতকারক ও বিপণনকারী প্রতিষ্ঠান মাইওয়ান ইলেক্ট্রনিক্স লিমিটেডের চেয়ারম্যান চুয়াডাঙ্গার সন্তান আব্দুল হাকিম খান গুরুতর অসুস্থ। গত পরশু বুধবার তিনি তার প্রতিষ্ঠানে বৈঠক শেষে নিজ চেম্বারে বসেই মস্তিষ্কে রক্তক্ষরণ রোগে আক্রান্ত হন। গতকাল বৃহস্পতিবার সকালে তাকে ইয়ার অ্যাম্বুলেন্সযোগে থাইল্যান্ডের ব্যাঙ্ককে নেয়া হয়েছে। তার আশু রোগমুক্তি কামানায় সকলের নিকট দোয়া প্রার্থনা করা হয়েছে।

চুয়াডাঙ্গা জেলা শহরের পলাশপাড়ার কৃতীসন্তান আব্দুল হাকিম খান দেশের স্বনামধন্য খ্যাতিমান ব্যবসায়ী। তিনি গরিব দুঃখীর বন্ধু হিসেবেও পরিচিত। তার ছোটভাই জাকের পার্টির ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় নেতা আব্দুল লতিফ খান যুবরাজ বলেছেন, তার ভাই আব্দুল হাকিম খান মস্তিষ্কে রক্তক্ষরণ রোগে আক্রান্ত হলে বুধবার বিকেলেই নেয়া হয় স্কয়াল হাসপাতালে। নিবিড় তত্ত্ববধানে রাখা হয়। অবস্থার তেমন উন্নতি না হলে বৃহস্পতিবার সকালে নেয়া হয় ব্যাঙ্ককে। সাথে রয়েছেন মাইওয়ান এনার্জি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল রাজ্জাক খান।

আব্দুল হাকিম খান দৈনিক মাথাভাঙ্গা পরিবারের একজন অকৃত্তিম বন্ধু। অন্যতম বিজ্ঞাপন দাতাই শুধু নন তিনি শুভানুধায়ীদের একজন। তার দ্রুত সুস্থতা কামনায় মাথাভাঙ্গা সম্পাদক সরদার আল আমিন সকলের নিকট দোয়া প্রার্থনা করেছেন।

Leave a comment