ট্রাম্পের বিভিন্ন ঘোষণায় বিশ্বনেতারা আতঙ্কিত
মাথাভাঙ্গা মনিটর: মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন ঘোষণায় বিশ্বনেতাদের আতংকিত। জি-৭ সম্মেলনে যোগ দিতে জাপানে থাকা ওবামা এই কথা বলেন। হোয়াইট হাউজে ওবামার স্থলাভিষিক্ত হতে রিপাবলিকান দল থেকে মনোনয়ন একরকম নিশ্চিত করে ফেলেছেন বিতর্কিত ও সমালোচিত ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের মনোনয়ন নিশ্চিত হওয়ায় বিশ্বনেতারা বিস্মিত হয়েছে উল্লেখ করে ওবামা বলেন, বিশ্বনেতারা নিশ্চিত নন তার বিভিন্ন ঘোষণাগুলো কি তারা গুরুত্বের সাথে নেবেন কী না। তবে ট্রাম্পের আবির্ভাবে বিশ্ব নেতারা আতংকিত এবং এমনটি হওয়ার যথেষ্ট যুক্তি রয়েছে। কারণ যেসব প্রস্তাব সে এখন পর্যন্ত দিয়েছে সেগুলো হয় পররাষ্ট্র বিষয়ক ইস্যুগুলোতে তার সম্পূর্ণ অজ্ঞতা অথবা ঔদ্ধত্য প্রকাশ করে। ওবামার মতে ট্রাম্প সবার আগ্রহের বস্তুতে পরিণত হতে এই ধরণের মন্তব্যগুলো করে থাকেন। তিনি বলেন, ট্রাম্প কিভাবে আমেরিকা ও বিশ্বকে নিরাপদ রাখা সম্ভব সেটি ভাবার পরিবর্তে টুইট ও শিরোনাম কিভাবে আসা যাবে সেটা নিয়ে ভাবেন।
সাইবার চুরি: ইকুয়েডরের ৯ মিলিয়ন ডলার হংকংয়ে
মাথাভাঙ্গা মনিটর: সাইবার হামলার মাধ্যমে ইকুয়েডরের একটি ব্যাংক থেকে গত বছর হাতিয়ে নেয়া ১২ মিলিয়ন ডলারের অধিকাংশ হংকংয়ে নিবন্ধিত ২৩টি কোম্পানির মাধ্যমে লোপাট হয়েছিল বলে জানা গেছে। সাইবার চুরির এ ঘটনায়ও সুইফট প্লাটফর্ম ব্যবহার করা হয়েছিলো। ঘটনা সংশ্লিষ্ট আদালতে উত্থাপিত নথি ও আদালতের আদেশের অনুলিপি পর্যালোচনা করে এই প্রতিবেদন তৈরি করেছে বার্তা সংস্থা রয়টার্স। সাইবার চুরির মাধ্যমে হংকংয়ে নিয়ে যাওয়ার পর টাকাগুলো কোথায় গিয়েছিল তার ওপর আলোকপাত করা হয়েছে আদালতের নথিতে। ইকুয়েডরের বাঙ্কো দেল অসত্রো (বিডিএ) কর্তৃপক্ষ ২০১৫ সালের প্রথম দিকে হংকংয়ের আদালতে ওই কোম্পানিগুলোর বিরুদ্ধে মামলাটি দায়ের করে। তাদের অভিযোগ, এই কোম্পানিগুলো ‘অনৈতিকভাবে গড়ে তোলা হয়েছিলো। হংকংয়ে ৯ মিলিয়ন ডলার গিয়েছে এবং বাকি ৩ মিলিয়ন ডলার দুবাইসহ বেশ কয়েকটি দেশে গেছে বলে যুক্তরাষ্ট্রে আদালতে জমা দেয়া আরেকটি নথিতে বলা হয়েছে। বিশ্বজুড়ে ১১ হাজার ব্যাংককে যুক্ত করা সুইফট প্লাটফর্মের মাধ্যমেই ভুয়া বার্তা পাঠিয়ে গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে বাংলাদেশ ব্যাংকের আট কোটি ১০ লাখ ডলার হাতিয়ে নেয়া হয়।
আইএসের লক্ষ্যে এবার বলিউড তারকারা!
মাথাভাঙ্গা মনিটর: ভারতে ত্রাস সৃষ্টির উদ্দেশ্যে ইসলামিক স্টেটস (আইএস) বলিউড তারকাদের কাছ থেকে অর্থ আদায়ের পরিকল্পনা করেছে। গোষ্ঠীটির ভারতীয় শাখা জুনুদ-আল-খালিফা-ই-হিন্দ (জেকেএইচ) এই পরিকল্পনা করছে বলে ডেকান ক্রোনোনিকলের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৫ সালের সেপ্টেম্বরে জেকেএইচ এর লক্ষ্মৌর সংগঠন এক সভায় ভারতে ভীতি তৈরির পরিকল্পনা করে। কিন্তু এর জন্য প্রয়োজন প্রচুর অর্থ। আর এ অর্থ সংগ্রহের জন্য বলিউড তারকাদের লক্ষ্যবস্তুতে পরিণত করেছে তারা। চলতি বছরের শুরুতে এই সংগঠনের দুজন শীর্ষ কমান্ডার রিজওয়ান নওয়াজউদ্দিন ইলিয়াস খালিদ এবং মুদ্দাবির শেখ পুলিশের হাতে ধরা পড়ে। তাদের মধ্যে ১৯ বছর বয়সী রেজওয়ান আইএস ইন্ডিয়ার ‘হেড অব দ্য অপারেশনাল উইং’। পুলিশের জিজ্ঞাসাবাদে তারা এসব তথ্য জানান। তবে বলিউড তারকাদের লক্ষ্যবস্তুতে পরিণত করেও এখন পর্যন্ত কোনো সুবিধা করতে পারেনি জঙ্গি গোষ্ঠীটি।
নিউইয়র্কে কনসার্টে গুলি : নিহত ১
মাথাভাঙ্গা মনিটর: নিউইয়র্কের একটি কনসার্ট হলে গুলিতে একজন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। পুলিশ জানিয়েছে, ম্যানহাটনের ইউনিয়ন স্কয়ারের কাছে আরভিং প্লাজায় এই ঘটনা ঘটেছে। এই হলেই বুধবার সন্ধ্যায় হিপ-হপ শিল্পী টিআই-এর সঙ্গীত পরিবেশন করার কথা ছিল। এ ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। ঠিক কী কারণে গুলির ঘটনা ঘটেছে তাও পরিষ্কার নয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গুলি শুরু হওয়ার পর কনসার্ট হলের ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ হলটির আশপাশে সাধারণের প্রবেশ বন্ধ করে দিয়েছে। হতাহতদের মধ্যে তিনজনই পুরুষ। অপরজন নারী বলে দ্য নিউইয়র্ক টাইমস জানিয়েছে। টিআই-এর প্রকৃত নাম ক্লিফোর্ড জোসেফ হ্যারিস জুনিয়র। গোলাগুলির সময় তিনি মঞ্চে ছিলেন না। এ ঘটনার ব্যাপারে তার প্রতিনিধিদের কেউ এখনো কোনো মন্তব্য করেনি।