দামুড়হুদায় জোরপূর্বক বসতভিটার জমি দখলকে কেন্দ্র করে প্রতিবেশীর লাঠির আঘাতে শিশুসহ আহত-৩

 

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় জোরপূর্বক বসতভিটার জমি দখল করাকে কেন্দ্র করে প্রতিবেশীর লাঠির আঘাতে শিশুসহ ৩ জন আহত হয়েছে। আহতদের দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আহত আনছার বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় আতিকুরসহ ৩ জনের নামে মামলা দায়ের করেছেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে দামুড়হুদার বাজারপাড়ায় ওই ঘটনা ঘটে।

জানা গেছে, দামুড়হুদা বাজারপাড়ার মৃত হাজি তোফাজ্জেল হোসেনের ছেলে চুল ব্যবসায়ী আনছার আলীর বসতভিটার জমি ক্ষমতার দাপট দেখিয়ে জোর পূর্বক দখল করে নেয় প্রতিবেশী আলী বিশ্বাস। গতকাল বেলা ৫টার দিকে ওই বিরোধপূর্ণ জমি দিয়ে পানি বের করার জন্য নালা করাকে কেন্দ্র করে আনছার ও প্রতিবেশী আলীর সাথে কথাকাটাকাটি হয়। এরই এক পর্যায়ে আলী বিশ্বাসের ছেলে আতিকুর (৩৫) পেছন থেকে লাঠি দিয়ে আনছারকে (৩৭) বেধড়ক মারপিট শুরু করে। লাঠির আঘাতে আহত আনছার মাটিতে লুটিয়ে পড়লে স্ত্রী কমেলা খাতুন (৩০) স্বামীকে উদ্ধার করতে এগিয়ে এলে তাকেও পিটিয়ে আহত করা হয়। এ সময় গৃহবধূ কমেলার কোলে থাকা ১১ মাস বয়সী শিশু কন্যা আবিরাকে মায়ের কোল থেকে কেড়ে নিয়ে রাস্তায় ছুড়ে ফেলা হয়। স্থানীয় লোকজন ছুটে এসে আহত আনছার ও তার স্ত্রী-কন্যকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। আহত আনছার বলেন, আতিকুর সরকারি চাকরিজীবি হয়েও সাংবাদিক পরিচয় দিয়ে বিভিন্ন অপকর্ম করে আসছে। বহু অপকর্মের হোতা আতিকুর বেল বেড়ায় তার কথায় পুলিশ থেকে শুরু করে বিভিন্ন প্রশাসনের লোকজন ওঠে-বসে।