ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ শহরের শিল্পকলা একাডেমি এলাকায় আবুল কাশেম শান্ত ও কাজী তৌসিফ নামে ২ ছাত্রলীগ নেতা পুলিশের পিটুনিতে আহত হয়েছেন। তাদেরকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শিল্পকলা একাডেমি এলাকায় এ ঘটনা ঘটে। ছাত্রলীগ নেতা আবুল কাশেম শান্ত মোদন মোহন পাড়ার ইজাল উদ্দিনের ছেলে ও তোসিফ শৈলকুপা উপজেলার নেওপাড়া গ্রামের ফকর উদ্দিনের ছেলে। ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সভাপতি শাকিল আহম্মেদ জানান, ভুল বোঝাবুঝির কারণে ২ ছাত্রলীগ নেতাকে মারধর করে পুলিশ।
প্রত্যক্ষদর্শীসূত্রে জানা গেছে, ইউপি নির্বাচনে দায়িত্ব পালনে খুলনার আরআরএফ থেকে আসা ২ পুলিশ সদস্য হাফ প্যন্ট পরে শিল্পকলা এলাকায় ফুসকা খাচ্ছিলো। সেখানে কিছু যুবতী মেয়েরাও ফুসকা ঘরে উপস্থিত ছিলো। এ নিয়ে কিছু একটা ঘটার ফলে ছাত্রলীগ নেতাদের সাথে পুলিশ বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। পরে ঝিনাইদহ সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছাত্রলীগ নেতাদের ওপর চড়াও হয়। এতে ৩/৪জন ছাত্রলীগ নেতা আহত হন। এদের মধ্যে দুজনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান হাফিজুর রহমান জানান, পুলিশ রাতে শিল্পকলা একাডেমি এলাকায় দায়িত্ব পালন করছিলো। সে সময় একাডেমির সামনে বেঞ্চে বসা নিয়ে ছাত্রলীগ নেতাদের সাথে বাকবিতণ্ডা হয়। এ সময় পুলিশ ওই ২ যুবককে চিনতে না পেরে মারধর করে। পরে পুলিশ জানতে পারে তারা ছাত্রলীগের নেতা।
এ বিষয়ে পুলিশের এডিসনাল এসপি আজবাহার আলী শেখ বলেন, বিষয়টি জেলা ছাত্রলীগ নেতাদের সাথে মিটিয়ে ফেলার চেষ্টা চলছে এবং অভিযুক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।