চুয়াডাঙ্গা সদরের ফুলবাড়ি গ্রাম থেকে চোরাই মেহগনি গাছটি অবশেষে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার

 

ডিঙ্গেদহ/বদরগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদরের ফুলবাড়ি গ্রাম থেকে চোরাই মেহগনি গাছটি অবশেষে পরিত্যক্ত অবস্থায় কুতুবপুর ইউনিয়নের মর্তুজাপুর গ্রাম থেকে উদ্ধার করেছে সিন্দুরিয়া ক্যাম্প পুলিশ। এ ব্যাপারে ফুলবাড়ি গ্রামের গাছের মালিক জহুরুল হকের পিতা হযরত আলী জানান, ছয়ঘরিয়া কেরুর মাঠের তার ছেলে জহুরুল হকের জমির প্রায় ৪০/৫০ হাজার টাকা মূল্যে একটি মেহগনি গাছ গত বুধবার রাতে সংঘবদ্ধ চোরেরা করাত দিয়ে কেটে গাছের কাণ্ডটি চুরি করে নিয়ে যায়। সকালে গাছ চুরির সংবাদ পেয়ে মাঠে গিয়ে গাছ বহনের আলমসাধুর চাকার দাগ দেখে বোঝা যায় গাছটি বড়শলুয়ার দিকে নিয়ে যাওয়া হয়েছে। বড়শলুয়া বাজারের লোকজনকে জিজ্ঞাসা করা হলে তারা বলেন রাত আনুমানিক ২টার দিকে একটি গাছ বোঝাই আলমসাধুটি তিতুদহ রাস্তার দিকে যেতে দেখেছে। বিকেলে গাছটি পরিত্যক্ত অবস্থায় সিন্দুরিয়া ক্যাম্প পুলিশ উদ্ধার করেন।

এ ব্যাপারে সিন্দুরিয়া ক্যাম্প ইনচার্জ এসআই বায়েজিদ জানান গতকাল বুধবার সকালে মর্তুজাপুর গ্রামে রাস্তায় আলমসাধুর ওপর গাছটি পরিত্যক্ত অবস্থায় পড়েছিলো। সকাল ১০টার দিকে গাছটি উদ্ধার করে ক্যাম্পে এনে রাখা হয়েছে। তবে গাছটির দাবিদার একাধিক ব্যক্তি হওয়ায় কাউকে দেয়া সম্ভব হয়নি। আজ সকালে চুয়াডাঙ্গা সদর থানায় সোপর্দ করা হবে এবং থানার অফিসার ইনচার্জ প্রয়োজনিয় ব্যবস্থা নেবেন। গাছটির দাবিদারদের প্রমাণ সাপেক্ষে থানায় হাজির হওয়ার জন্য অনুরোধ জানান।