চুয়াডাঙ্গায় শিশু হত্যা, নির্যাতন ও বাল্যবিয়ে প্রতিরোধে ন্যাশনাল চিলড্রেন ট্রাস্কফোর্সের সংবাদ সম্মেলন

 

স্টাফ রিপোর্টার: শিশু হত্যা, নির্যাতন ও বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ে সংবাদ সম্মেলন করেছে ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্স (এনসিটিএফ) চুয়াডাঙ্গা শাখা। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় বাংলাদেশ শিশু একাডেমি চুয়াডাঙ্গা শাখায় এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্স (এনসিটিএফ) চুয়াডাঙ্গা শাখার সভাপতি সাফফাতুল ইসলাম। তিনি বলেন, চুয়াডাঙ্গায় শিশু হত্যা, নির্যাতন ও বাল্যবিয়ে বেড়েই চলেছে। গত ৬ মাসে জেলায় ৬ শিশু নির্যাতন, হত্যাসহ বিভিন্ন নির্যাতনের ঘটনা ঘটেছে। তেমনি শিশু অপহরণ, ধর্ষণ এবং নির্যাতনের ঘটনা প্রতিনিয়ত ঘটছে। যা শিশু হিসেবে আমাদের মনে নিরাপত্তার বিষয়টি প্রশ্নবোধক হয়ে আছে।

তিনি আরও বলেন, গত বছরের ২৭ অক্টোবর চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর গ্রামের তমিজ উদ্দীনের ছেলে কুতুবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্র শিহাবকে নির্মমভাবে হত্যা করা হয়। ২০ নভেম্বর আলমডাঙ্গা উপজেলার বানিনাথপুর গ্রামের নূর ইসলামের ৩ বছরের শিশু পুত্রকে হত্যা, চলতি বছরের ২৫ জানুয়ারি পাঁচলিয়া গ্রামের বিলের ধারে একটি ব্যাগে নবজাতকের লাশ পাওয়া, ১৫ ফেব্রুয়ারি দর্শনা ঈশ্বরচন্দ্রপুরে পাষণ্ড চাচার ছুড়ে দেয়া গরম পানিতে শিশুর শরীর ঝলসে যাওয়া, ৮মার্চ স্কুল ছাত্রীর শ্লীলতাহানির ঘটনায় শিক্ষকের বিরুদ্ধে মামলাসহ পূর্ব শত্রুতার জের ধরে শিশুরা বিভিন্ন সময় এ ধরনের হামলার শিকার হচ্ছে। এছাড়া আরও একটি দুঃখজনক বিষয় যে, সারাদেশে বাল্যবিয়েতে চুয়াডাঙ্গার অবস্থান দ্বিতীয়। বিষয়গুলো বিবেচনা করে সকলকে এর প্রতিরোধ করতে আহ্বান জানানো হয়

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আফসানা ফেরদৌসী, সংগঠনের সহসভাপতি মাহফুজা লুবনা, সম্পাদক আশিকুজ্জামান নিশাত, যুগ্ম সম্পাদক চেতনা, শিশু সাংবাদিক মায়মুনা আক্তার, মেহেরাব্বিন সানভী, শিশু গবেষক রাবেয়া খাতুন, আসাদুজ্জামান আসাদ, চাইল্ড পার্লামেন্ট সদস্য জান্নাতুল নাঈমা, মাহফুজ আহম্মেদ, ক্রীড়া সম্পাদক ফারহান নায়েম আবেগসহ অন্যান্য সদস্য।

Leave a comment