স্কুলের জমিতে অবস্থিত দোকানির হাতে লাঞ্ছিত শিক্ষক আলমডাঙ্গায় থানায় এজাহার করেছেন

আলমডাঙ্গা ব্যুরো: দোকানির হাতে লাঞ্ছিত শিক্ষক শেষাবধি থানায় এজাহার করেছেন। লিখিত এজাহারে জানা গেছে, আলমডাঙ্গার পল্লি উদয়পুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক একই গ্রামের আইন উদ্দীনের ছেলে মোখলেছুর রহমান। ওই বিদ্যালয়ের জমিতে দীর্ঘদিন ধরে একই গ্রামের জুলমত সর্দ্দারের ছেলে হাসিবুল হক সর্দ্দার, আশাবুল সর্দ্দার ও লালন আলী সর্দ্দারসহ কয়েকজন দোকান দিয়ে ব্যবসা করে আসছে। এতে বিদ্যালয়ের পাঠদানের পরিবেশ নষ্ট হচ্ছে। প্রধান শিক্ষক ম্যানেজিং কমিটি, উপজেলা শিক্ষা অফিসার ও উপজেলা নির্বাহী অফিসারের মৌখিক নির্দেশে বিদ্যালয়ের জমি থেকে তাদেরকে দোকানঘর সরিয়ে নিতে বলেন। এতে ক্ষিপ্ত হয়ে তারা প্রধান শিক্ষককে গালাগালি করে। পরে রাস্তা দিয়ে যাওয়ার সময় তারা প্রধান শিক্ষককে লাঞ্ছিত করে। সে সময় গ্রামবাসীরা আহত শিক্ষককে উদ্ধার করে হারদী হাসপাতালে ভর্তি করেন। এ ব্যাপারে বাদী হয়ে প্রধান শিক্ষক ৮ জনকে আসামি করে আলমডাঙ্গা থানায় এজাহার দায়ের করেছেন।