মুস্তাফিজ মালিঙ্গার মতো মেন্ডিসের মতো নয়

মাথাভাঙ্গা মনিটর: মাত্র এক বছর হলো আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে বাংলাদেশের তরুণ বোলার মুস্তাফিজুর রহমানের। অভিষেকের পর থেকেই ক্রিকেটবিশ্বে নিজের জাত চিনিয়েছেন তিনি। ক্রিকেটে এখন এক বিস্ময়ের নাম মুস্তাফিজ। একের পর এক ব্যাটসম্যানদের পরাস্ত করে তাদের উইকেট তুলে নিচ্ছেন তিনি। এই মুহূর্তে পুরো ক্রিকেট দুনিয়া মেতেছে এ কাটার মাস্টারে। বর্তমানে ভারতে অনুষ্ঠিত আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে মাঠ মাতাচ্ছেন বাঁহাতি এ ফাস্ট মিডিয়াম বোলার। সামনে ইংলিশ কাউন্টি। সেখানে সাসেক্স যে কোনো মূল্যে তাকে দলে নিতে মরিয়া। এছাড়া বিগব্যাশের দলগুলোও মুস্তাফিজকে নিয়ে টানাটানি শুরু করেছে বলে অস্ট্রেলিয়ার কয়েকটি গণমাধ্যমের খবরে বলা হয়েছে। মুস্তাফিজের বোলিং নৈপুণ্যে মুগ্ধ হয়ে সাবেক ক্রিকেটাররা তার প্রশংসা করছেন। অস্ট্রেলিয়ার সাবেক পেসার ডার্ক ন্যানেস অনেক আগেই মুস্তাফিজের প্রশংসা করেছেন।

আবারও তিনি মুস্তাফিজকে নিয়ে কথা বললেন। ন্যানেসের মতো, আন্তর্জাতিক ক্রিকেট থেকে হারিয়ে যেতে নন, বরং নিজের কারিশমা দেখাতেই আবির্ভাব কাটার মাস্টার মুস্তাফিজের। তিনি বলেন, মুস্তাফিজ আসলে মালিঙ্গার মতো। মালিঙ্গার বল নিয়েও অনেক গবেষণা হয়েছে। কিন্তু তার বল কোনো ব্যাটসম্যান এখনও ভালোভাবে পড়তে পারেনি। মুস্তাফিজও মালিঙ্গার মতোই। মুস্তাফিজ কবজির পরিবর্তন না করে যেভাবে বলে ভিন্নতা আনে তা প্রশংসনীয়। মুস্তাফিজকে শ্রীলঙ্কান স্পিনার মেন্ডিসের সাথে তুলনা করতে চান না ন্যানেস। তার মতে, মিডিয়াম পেসারদের খেলতে খেলতে ব্যাটসম্যানরা মেন্ডিসের বলের কৌশল ধরে ফেলেছে। তবে মুস্তাফিজের ক্ষেত্রে সেটি কাজে আসছে না।