বার্সেলোনা না সেভিয়ার ‘ডাবল’

 

মাথাভাঙ্গা মনিটর: নিজেদের সর্বশেষ ম্যাচে এক দল জিতেছে স্প্যানিশ লা লিগা; আরেক দল ইউরোপা লিগ। বার্সেলোনা ও সেভিয়া দু দলের সামনেই তাই গতকাল দ্বিমুকুট জয়ের হাতছানি। অথচ এ কোপা দেল রে ফাইনালের আগে ওই ফুটবলীয় কীর্তির সম্ভাবনা ছাপিয়ে জায়গা করে নিয়েছে পতাকা-বিতর্ক! কাতালুনিয়ার স্বাধীনতার প্রতীক হিসেবে বিবেচিত লাল-হলুদ রঙা এস্তেলাদা পতাকা বার্সেলোনার সমর্থকরা মাদ্রিদের ভিসেন্তে ক্যালদেরন স্টেডিয়ামে নিয়ে আসতে পারবেন কি-না, এ বিতর্কেই তো উত্তপ্ত গোটা স্পেনের ফুটবলাঙ্গন।

শুরুতে নিষিদ্ধ করা হয়েছিলো পতাকা ওড়ানো। পরে আদালতের রায়ে বার্সেলোনা সমর্থকরা ফিরে পায় সেই অধিকার। যার সাথে পুরোপুরি একমত বার্সা কোচ লুই এনরিকে, এ দেশে কোনো কিছুতেই আমি আর অবাক হই না। তবে শেষ পর্যন্ত মনে হয় সবচেয়ে যৌক্তিক সিদ্ধান্তই হয়েছে। মত প্রকাশের স্বাধীনতাকে সবারই শ্রদ্ধা করা উচিত। তবে আমি কখনোই ফুটবলের সাথে রাজনীতিকে গুলিয়ে ফেলতে চাই না। তবে এনরিকে না চাইলেও যে আজকের কোপা দেল রে ফাইনালের আকাশে ওই রাজনীতির কালো মেঘ থাকবে, সেটি অস্বীকারের উপায় নেই। অথচ ফুটবলীয় দৃষ্টিকোণ থেকে সেখানে জমে থাকার কথা রোমাঞ্চের মেঘমালা। সর্বশেষ ম্যাচে দুর্দান্ত অর্জনের ধারাবাহিকতায় আজ দু দলের সামনেই যে বীরত্বের মঞ্চ! উত্থানপতনের নাগরদোলা ভ্রমণ শেষে লিগের শেষ ম্যাচ জিতে লা লিগা শিরোপা ধরে রেখেছে বার্সেলোনা। হ্যাঁ, চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে যাওয়া মেসি-নেইমার-সুয়ারেসদের জন্য ব্যর্থতাই। তবে লিগের পর এবার কাপ জিতে দ্বিমুকুটে মরসুমটা রাঙিয়ে দেয়ার সুযোগ আজ বার্সেলোনার সামনে। অধিনায়ক আন্দ্রেস ইনিয়েস্তা মনে করিয়ে দিয়েছেন সেটিই, ‘লিগ জেতার পর সেটিকে বাজে মরসুম বলা অসম্ভব। সেটি জেতার পর এখন আমরা চাইবো কোপা দেল রে জিতে মরসুমটিকে আরো সফল করে তুলতে। সবাই যার যার মতামত দিতে পারে। তবে আমার কাছে সব সময় মনে হয়েছে, লিগ জেতাই অনেক বড় অর্জন।’ সেই জয় আজকের ফাইনালেও দলকে অনুপ্রাণিত করবে বলে বিশ্বাস কোচ এনরিকের, ‘আমরা খুব ভালোভাবে লিগ শেষ করেছি; গ্রানাদার বিপক্ষে খেলেছি দারুণ। খেলোয়াড়রা সেই আত্মবিশ্বাস পরের ম্যাচেও টেনে নেবে। অবশ্যই এই দ্বিমুকুট জিততে চাই। আসলে যত বেশি সম্ভব শিরোপা জিততে চাই আমরা।