মেহেরপুরের যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আনসারুল হক ভারতে মারা গেছেন

 

মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলার হরিরামপুর গ্রামের যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মো. আনসারুল হক ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন (ইন্না………..রাজেউন)। গত শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে কোলকাতার ঠাকুরপুকুর ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মরহুমের ছেলে মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলিমুজ্জামান রিপন ও তার সহকর্মী একই বিদ্যালয়ের শিক্ষক এমএ মান্নান টেলিফোনে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। ইতোমধ্যে লাশ দেশে নিয়ে আনার প্রক্রিয়া চলছে। আলিমুজ্জামান রিপন জানিয়েছেন- সব ঠিক থাকলে আজ রোববার লাশ নিয়ে তারা দেশে ফিরতে পারবেন। তিনি সকলের নিকট তার জন্য দোয়া কামনা করেছেন।