আমে কেমিকেলস ব্যবহার নিরুৎসাহিতকরণে মেহেরপুরে কর্মশালা অনুষ্ঠিত

 

মেহেরপুর অফিস: আমে ক্ষতিকর রাসায়নিক ব্যবহার রোধ এবং বালাইনাশকের নিরাপদ ও কার্যকরী ব্যবহারের মধ্যদিয়ে মানসম্মত আম উৎপাদনের লক্ষ্যে মেহেরপুরের আমচাষিদের নিয়ে এক উদ্বুব্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মেহেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে গতকাল শনিবার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দিনব্যাপী আমে কেমিকেলস ব্যবহার নিরুৎসাহিতকরণে উদ্বুব্ধকরণমূলক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন। কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক পরিমল সিংহ।

আমে ক্ষতিকর রাসায়নিক ব্যবহারে প্রশাসনের কঠোর সতর্কতা উল্লেখ করে নিরাপদ আম উৎপাদন ও বাজারজাতকরণের বিষয়ে কৌশল উপস্থাপন করে অনুষ্ঠানের বিশেষ অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি ঢাকার মহাপরিচালক কৃষিবিদ মো. হামিদুর রহমান, মেহেরপুর পুলিশ সুপার হামিদুল আলম, জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট মিয়াজান আলী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ নিত্য রঞ্জন বিশ্বাস, যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ চণ্ডিদাস কুণ্ডু। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মেহেরপুর কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক এসএম মোস্তাফিজুর রহমান। মুজিবনগর উপজেলা কৃষি কর্মকর্তা মোফাখখারুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা একেএম কামরুজ্জামান, আমঝুপি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বোরহানউদ্দিন আহমেদ চুন্নু, শিল্প ও বণিক সমিতির সহসভাপতি আলহাজ আসকার আলী, বিশিষ্ট আম ব্যবসায়ী আলাউদ্দিন, সামসুজ্জোহা গোরা, মেহেরপুর উন্নয়ন ফোরামের সভাপতি রফিক-উল আলম, সাধারণ সম্পাদক আতাউর রহমান প্রমুখ।