গৃহবধূ হত্যার বিচার দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ও সড়ক অবরোধ

 

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার খাঁজানগরে গৃহবধূ আফসানা আক্তার তুলি হত্যার বিচার ও অভিযুক্ত হত্যাকারীর ফাঁসি দাবিতে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ ও সড়ক অবরোধ করেছে এলাকাবাসী। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় খাঁজানগর এলাকার শ শ নারী-পুরুষ বিভিন্ন পোস্টার, ব্যানার, প্লেকার্ড নিয়ে সড়কের দু পাশে দাঁড়িয়ে এ মানববন্ধনে অংশ নেয়। তারা কুষ্টিয়া-আলমডাঙ্গা সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করে। প্রায় আড়াই ঘণ্টা পর পুলিশের হস্তক্ষেপে অবরোধ তুলে নেয় এলাকাবাসী।

আন্দোলনকারীরা অভিযোগ করে বলেন, খাঁজানগরের আলী মুন্সীর মেয়ে আফসানা আক্তার তুলির সাথে বিয়ে হয় পার্শ্ববর্তী বালিয়াশিশা গ্রামের সাদেক আলীর ছেলে আজাদের। বিয়ের পর থেকে তার স্বামী তুলির পড়াশোনা বন্ধ করতে চাপ দিতে থাকে। এবার এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর তুলি কলেজে ভর্তি হতে ইচ্ছা প্রকাশ করলে ক্ষেপে ওঠেন আজাদ। গত ১৮ মে গভীর রাতে তুলিকে শ্বাসরোধে হত্যা করে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করে বলে অভিযোগ করেন তারা। এ সময় তারা তুলির হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।