রিয়ালের জন্য জিদানই সেরা: বেকহাম

 

মাথাভাঙ্গা মনিটর: প্রথমবার ক্লাবের দায়িত্ব নিয়েই ইউরোপের সবচেয়ে বড় শিরোপা জয়ের হাতছানি। শিরোপা জিতলে রিয়াল মাদ্রিদের খেলোয়াড় ও কোচ হিসেবে ইউরোপ শ্রেষ্ঠত্বের মুকুট জেতার গৌরব অর্জন করবেন এ ফরাসি কিংবদন্তি। আর এনিয়ে ব্রিটিশ তারকা ডেভিড বেকহাম বলেন, রিয়ালের কোচ হিসেবে জিদানই যোগ্য। লস ব্লাঙ্কসরা যে ধরনের স্থিতিশীলতা চায় তার জন্য জিদানের পর্যাপ্ত সময় দরকার বলেও মনে করেন বেকহাম।       ফুটবলের প্রতি প্রচন্ড আবেগময় জিদানের মতো এমন একজনকে কোচ হিসেবে পাওয়াটা রিয়ালের জন্য ভাগ্যের ব্যাপার বলে মনে করেন বেকহাম। এক সাক্ষাৎকারে সাবেক ইংলিশ তারকা বলেন, না, কোচ হওয়ার জন্য আমার জন্ম হয়নি। কিন্তু জিজু (জিদান) ছিলো। সে আমার একজন ভালো বন্ধু। ফুটবলের তার আবেগ অনেক গভীর। তার মতো এমন মানুষ আমি কখনো দেখিনি এবং যাদের সাথে খেলেছি তাদের মধ্যে জিদানই সেরা।’

জিদানের রিয়ালের কোচ হওয়াটা খুবই ন্যাচারাল ব্যাপার ছিলো। তার দায়িত্বটা খুব কঠিন কারণ গত পাঁচ বছরে রিয়াল ইতিহাসের সেরা ক্লাবের (বার্সেলোনা) মুখোমুখি হয়েছে। যখন কেউ এমন ক্লাবের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করে তখন সবকিছুই কঠিন হয়ে যায়। রিয়ালের স্থিতিশীলতা ও ধারাবাহিকতা প্রয়োজন। সেক্ষেত্রে জিদানেরও সময় দরকার। সে যদি চ্যাম্পিয়নস লিগ নাও জেতে তারপরও তাকে স্পেস ও কাজ করার সুযোগ দেয়াটা ভালো দেখাবে স্থিতিশীলতাই আসল চাবিকাঠি।