উন্নয়নের ধারা অব্যাহত রেখে দেশকে এগিয়ে নেয়ার আহ্বান

চুয়াডাঙ্গায় সম্প্রতি অনুষ্ঠিত ইউপি নির্বাচনে নবনির্বাচিত চেয়ারম্যানদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় সম্প্রতি অনুষ্ঠিত ইউপি নির্বাচনে নবনির্বাচিত চেয়ারম্যানদের সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৪টার দিকে রাহেলা খাতুন গার্লস স্কুল প্রাঙ্গণে ৪ ও ৫ নং ওয়ার্ড ছাত্রলীগ ও যুবলীগের আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক দৌলত আলী মণ্ডল। প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা আ.লীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক অ্যাড. শফিকুল ইসলাম শফি। বিশেষ অতিথি ছিলেন জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান কবির, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শরিফ হোসেন দুদু ও পৌর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাফিজুর রহমান মাফি। নবনির্বাচিত চেয়ারম্যানদের মধ্যে মোমিনপুর ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন জোয়ার্দ্দার, চিৎলা ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান, আলুকদিয়া ইউপি চেয়ারম্যান ইসলাম উদ্দিন ও গাংনী ইউপি চেয়ারম্যান আবু তাহের আবু।

সাবেক জেলা যুবলীগের সদস্য রাকিবুল ইসলাম রাকুর সঞ্চালনায় উপস্থিত ছিলেন ডা. আফসার উদ্দিন কলেজের অধ্যক্ষ মাহাবুল ইসলাম সেলিম, সাবেক জেলা ছাত্রলীগের সহসভাপতি অ্যাড. তছলিম উদ্দিন ফিরোজ, সাংগঠনিক সম্পাদক সৈয়দ ফরিদ আহমেদ, পৌর ছাত্রলীগের সহসভাপতি বিট্টু, সাধারণ সম্পাদক নাঈম পারভেজ সজল, দপ্তর সম্পাদক শেখ সামি তাপু, সদস্য দাওলাত, ৫ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি ফরহাদ হোসেন মারুফ, সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ রাকিব, ৪ নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা প্লাবন-১, প্লাবন-২ ও আফ্রিদি।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, দেশের উন্নয়নে নৌকার কোনো বিকল্প নেই। কারণ নৌকা স্বাধীনতার প্রতীক, নৌকা বঙ্গবন্ধুর প্রতীক, নৌকা শেখ হাসিনার প্রতীক, নৌকা আ.লীগের প্রতীক ও উন্নয়নের প্রতীক। আ.লীগ সরকার কৃষি, শিক্ষা, স্বাস্থ্যসহ সার্বিক ক্ষেত্রে দেশকে স্বয়ংসম্পন্ন করেছে। বর্তমান সরকার উন্নয়নের সরকার। বর্তমান সরকার দেশকে একটি উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাই ইউপি নির্বাচনে জয়ীদের দেশের উন্নয়নে অবদান রেখে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করতে হবে।