দর্শনা ও মুন্সিপুর বিজিবির মাদক ও চোরাচালান বিরোধী অভিযান

ফেনসিডিলসহ চোরাচালানী মালামাল উদ্ধার : আটক

দর্শনা অফিস: দর্শনা ও মুন্সিপুর বিজিবি সদস্যরা মাদক ও চোরাচালান বিরোধী পৃথক অভিযান চালিয়েছে। এ অভিযানে দর্শনা বিজিবি সদস্যরা ফেনসিডিলসহ অভিযুক্ত এক মাদককারবারীকে আটক করে। মুন্সিপুর বিজিবি সদস্যরা প্রচুর পরিমাণ মালামাল উদ্ধার করলেও আটক করতে পারেনি কাউকে। গত বুধবার রাত ৩টার দিকে দর্শনা বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার শফিউল আলম গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় সদস্যদের নিয়ে মাদকবিরোধী অভিযান চালান দামুড়হুদার পারকৃষ্ণপুর ব্রিজের ওপর।

বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে, ব্রিজের ওপর থেকে দামুড়হুদার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের ঝাজাডাঙ্গা গ্রামের আয়নাল মোল্লার ছেলে শামসুল হককে (৩৩) আটক করা হয়। শামসুলের কাছে থাকা ব্যাটারিচালিত ভ্যানে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয়েছে, ১২০ বোতল ফেনসিডিল। এ ঘটনায় দর্শনা বিজিবির পক্ষ থেকে গতকাল বৃহস্পতিবার আটককৃত শামসুলের বিরুদ্ধে দামুড়হুদা থানায় মামলা দায়ের করা হয়েছে। এ দিকে গতকাল বৃহস্পতিবার ভোর ৫ টার দিকে দামুড়হুদার মুন্সিপুর বিজিবি ক্যাম্পের হাবিলদার তোতা মিয়া গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় সদস্যদের নিয়ে চোরাচালান বিরোধী অভিযান চালান দামুড়হুদার মহাজনপুরে। মহাজনপুর থেকে বিজিবি সদস্যরা উদ্ধার করেছে, ৩ হাজার ৫শ ৬০ কেজি ভারতীয় জিরা, ১শ কেজি পেঁয়াজের বীজ ও ৮০ কেজি স্টিল সামগ্রী। উদ্ধারকৃত মালামালের বাজার মূল্য নির্ধারণ করা হয়েছে ১৯ লাখ ৪৮ হাজার টাকা।